ETV Bharat / state

Mamata Slams BJP: ভারতের ইতিহাস আমাদের সম্পদ, বিজেপিকে কটাক্ষ মমতার

author img

By

Published : Apr 13, 2023, 8:38 PM IST

Mamata Slams BJP
Mamata Slams BJP

ইতিহাসের সিলেবাস বদল নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ইতিহাস পরিবর্তন করার ক্ষমতা কারও নেই ৷

কলকাতা, 13 এপ্রিল: অতীতেও একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইতিহাস ভুলিয়ে দেওয়ার অভিযোগ করতে শোনা গিয়েছে । বৃহস্পতিবার নবনির্মিত ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনে নাম না করে আরও একবার সেই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী ।

এদিন মমতা বলেন, ‘‘আমরা তাজমহল উঠিয়ে দেব না । আমরা হঠাৎ করে ভিক্টোরিয়াও উঠিয়ে দেব না । ইতিহাস, ইতিহাস ! ইতিহাসকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের কারও নেই । ভারতের ইতিহাস আমাদের সম্পদ । ভারতের সর্বধর্ম বাংলার সম্পদ । রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম না থাকলে এটা হতো না । আজকের দিনে সবাইকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই । আমরা সবাইকে নিয়েই চলতে চাই ।’’

একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতির সমালোচনা করেছেন তিনি ৷ আবার চাকরি সংক্রান্ত বিষয়ে বলেছেন, ‘‘আমরা ভাঙবো তবুও আমরা কারও চাকরি খাব না ।’’ এদিন বাংলার মুখ্যমন্ত্রীর গলায় কিছুটা আক্ষেপের সুর শোনা গেল । তাঁকে বলতে শোনা গেল, ‘‘ভালো কাজ করলে তার প্রচার হয় না । সরকার রাজ্যের মানুষের জন্য এত কাজ করছে অথচ এই ভালো কাজের কথা বলা হচ্ছে না ।’’ তাঁর আরও বক্তব্য, কেউ যেন তাঁকে না ভুল বোঝে । কেন্দ্র রাজ্যের প্রাপ্য দিচ্ছে না । এই অবস্থায় তিনি তাঁর সীমিত স্বার্থের মধ্যে উন্নয়ন করার চেষ্টা করছেন । একই সঙ্গে তিনি জানান, তাঁর সরকার গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে ।

প্রসঙ্গত, অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলতে শোনা গিয়েছে । বিভেদ বিচ্ছিন্নতাবাদ দূরে সরিয়ে সবাইকে নিয়ে চলার কথাও তিনি বলেছেন বহুবার । এদিন মুখ্যমন্ত্রীর ইতিহাস নিয়ে বক্তব্যে তারই পুনরাবৃত্তি যেন শোনা গেল । একই সঙ্গে মমতার এই বক্তব্য পরোক্ষে কেন্দ্রের প্রতি কটাক্ষও রয়েছে । এখন দেখার বিজেপি বা ওই দলের কেন্দ্রীয় নেতারা মমতার এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেন কি না !

আরও পড়ুন: ভিক্ষা করতে হলেও কেন্দ্রের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.