ETV Bharat / state

Mamata on 2024 LS Polls: 24-এ কেন্দ্রে মানুষের সরকার প্রতিষ্ঠা করার ডাক মমতার

author img

By

Published : Feb 13, 2023, 8:27 PM IST

Mamata on 2024 LS Polls
Mamata on 2024 LS Polls

সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে নৈরাজ্যের অবসান ঘটিয়ে 2024 সালে জগণনের সরকার প্রতিষ্ঠা করতে হবে (Mamata Banerjee on 2024 LS Polls) ৷

কলকাতা, 13 ফেব্রুয়ারি: 2024 সালের কেন্দ্রে মানুষের সরকার প্রতিষ্ঠা করার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার বিধানসভায় তিনি এই কথা বলেছেন ৷ তাঁর দাবি, দেশে নৈরাজ্যের অবস্থা শেষ করতে মানুষ সরকার প্রতিষ্ঠা করতে হবে ৷ একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে যে প্রশ্ন তুলেছেন বিজেপির (BJP) জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), তার প্রেক্ষিতেও বিজেপিকে তিনি কটাক্ষ করেছেন ৷ তাঁর দাবি, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ৷ তিনি পালটা বিএসএফের (BSF) বিরুদ্ধে নিরীহ মানুষকে মেরে ফেলার অভিযোগ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকার এই নিয়ে নীরব কেন ?

গত 8 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (West Bengal Assembly Budget Session) শুরু হয়েছে ৷ প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে অধিবেশন ৷ তার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিধায়করা ৷ সোমবার সেই প্রস্তাব নিয়েই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হন বলে জানা গিয়েছে ৷

তিনি বলেন, "বিএসএফ পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে । এই এলাকায় নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে । কেন্দ্র এই হত্যাকাণ্ডগুলি খতিয়ে দেখার জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল পাঠাতে কখনোই চায় না ।" একই সঙ্গে বিজেপির বিরুদ্ধেও সরব হন ৷ নাম না করে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে বিজেপি নেতাদের উদ্দেশ্যেও কটাক্ষ করেছেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি এমন আচরণ করছে যেন এটি একমাত্র সৎ নেতাদের দল এবং আমাদের দল চোরদের দল । গেরুয়া দল একটি ওয়াশিং মেশিনের মতো । একজন কলঙ্কিত ব্যক্তি বিজেপিতে যোগদানের পরে একজন সাধু হয়ে যায় ।"

তিনি কয়লাপাচার কাণ্ড নিয়েও এদিন মুখ খুলেছেন ৷ তিনি বলেন, "তারা কয়লা কেলেঙ্কারির জন্য আমাদের লোকদের গ্রেফতার করছে, কিন্তু কেন কয়লা খনির নিরাপত্তার দায়িত্ব ও কেন্দ্রের মালিকানাধীন কোল ইন্ডিয়া এবং ইসিএলের আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ?"

আরও পড়ুন: আলিঙ্গনের সময় গরু গুঁতোলে কী হবে, কটাক্ষ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.