ETV Bharat / state

Mamata on Cow Hug Day: আলিঙ্গনের সময় গরু গুঁতোলে কী হবে, কটাক্ষ মমতার

author img

By

Published : Feb 13, 2023, 4:34 PM IST

গরু আলিঙ্গন দিবস (Cow Hug Day) নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশ্ন তুললেন, গরু গুঁতোলে কী হবে ? পাশাপাশি মহিষের কথা ভাবারও পরামর্শ দিয়েছেন তিনি ৷

Mamata on Cow Hug Day
Mamata on Cow Hug Day

কলকাতা, 13 ফেব্রুয়ারি: 14 ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে (Valentines Day), ভালোবাসার দিন ৷ সেই দিনে গরুর প্রতি ভালোবাসা প্রদর্শনের কেন্দ্রীয় নির্দেশিকা ঘিরে ব্যাপক বিতর্ক চলছিল গত কয়েকদিন ধরে ৷ বিতর্কের জেরে 14 ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহারও করে কেন্দ্রের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড (Animal Welfare Board) ৷ তার পরও এই ইস্যুতে আলোচনা থামার নাম নেই ৷ সোমবার এই নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ নানা মন্তব্যে তিনি ইস্যুতে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির (BJP) দিকে ৷

বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) ভাষণ নিয়ে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের উপর সোমবার বিধানসভায় বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই প্রসঙ্গ তোলেন বলে বিধানসভা সূত্রে খবর ৷ ওই সূত্র দাবি করেছে যে মুখ্যমন্ত্রী এদিন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে নাকি জড়িয়ে ধরতে হবে !’’ এর পরই তিনি প্রশ্ন তোলেন, ‘‘কিন্তু গরু গুঁতোলে কী হবে ?’’

মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে হাসতে থাকেন ট্রেজারি বেঞ্চের বিধায়করা ৷ যদিও ততক্ষণে বিধানসভার অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিরোধী বিজেপি বিধায়করা ৷ ফলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কিংবা সরস প্রশ্নের পালটা টিপ্পনি আসার সুযোগ ছিল না বিধানসভায় ৷

তবে মুখ্যমন্ত্রী এদিন শুধু কটাক্ষ করে থেমে যাননি ৷ একই সঙ্গে বলেছেন, ‘‘আমরা গরুকে মাতৃসম মনে করি ৷ সর্বদা প্রণাম করি ।’’ এর পর আবার বিজেপিকে কটাক্ষ করেন ইস্য়ুতে৷ বলেন, ‘‘ওরা বলছে ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে আলিঙ্গন করো । কিন্তু 10 লাখ টাকার ইনসিওরেন্স (বিমা) তো করে দিন ।’’ এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও কটাক্ষ করে বলেন, ‘‘এবার মহিষ নিয়ে কিছু ভাবুন ।’’ যা শুনে আবার হেসে ফেলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়করা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বিতর্কের সূত্রপাত হয় গত 6 ফেব্রুয়ারি ৷ সেদিনই অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া একটি নির্দেশিকায় জানায় যে 14 ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস পালন করতে হবে দেশজুড়ে ৷ গোমাতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই নির্দেশ বলেও জানানো হয় ৷

ওই বোর্ড কাজ করে মৎস্য, প্রাণীপালন ও দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রকের অধীনে ৷ ফলে এই নিয়ে সমালোচনায় বিদ্ধ হতে থাকে কেন্দ্রীয় সরকার ৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিমের বন্যা বইতে থাকে ৷ এই পরিস্থিতি 10 ফেব্রুয়ারি জানা যে এই নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে ওই বোর্ড ৷

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুর হয়ে অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.