ETV Bharat / state

Mamata Reprimands Partha: গঙ্গার ভাঙন নিয়ে মন্তব্যের জেরে পার্থকে ধমক মমতার

author img

By

Published : Apr 26, 2023, 2:44 PM IST

Updated : Apr 26, 2023, 3:18 PM IST

বুধবার নবান্নর সভাঘরে দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান ছিল ৷ সেখানে হাজির ছিলেন রাজ্য সরকারের মন্ত্রীরা ৷ সেখানেই গঙ্গা ভাঙন নিয়ে মন্তব্য করার জন্য মন্ত্রী পার্থ ভৌমিককে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Mamata Reprimands Partha
Mamata Reprimands Partha

কলকাতা, 26 এপ্রিল: গঙ্গা ভাঙন নিয়ে মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ধমক খেলেন সেচ ও জলপথ পরিবহণ মন্ত্রী পার্থ ভৌমিক ৷ ভাঙন রোধে কেন্দ্রের তরফে কোনও অর্থ বরাদ্দ না হওয়ার পরও রাজ্য সরকার এই নিয়ে কাজ করবে বলে কেন পার্থ মন্তব্য করেছেন, বুধবার সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷

নবান্নর সভাঘরে বুধবার দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অন্য মন্ত্রীরাও সেখানে ছিলেন ৷ সেখানেই বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার সময় হঠাৎ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি পার্থ ভৌমিকের একটা বক্তব্য দেখেছি যে গঙ্গা ভাঙন রোধ আমরাই হাতে নিয়ে করব ৷ এটার ব্যাপারে কোনও ছাড়পত্র তো আসেনি ৷ বললে লোকের আশা জাগে ৷ তোমরা তো একটি বিবৃতি দিয়ে খালাস ৷’’

এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘‘আমি এটা করি না ৷ আমি যেটার টাকা আছে, সেটাই করব ৷ খবরের জন্য বাড়তি কথা বলব না ৷’’ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘কেলেঘাই কপালেশ্বরীর টাকাও ওরা দেয়নি ৷ আমরাই করেছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান 30 বছর ধরে পড়ে আছে ৷ আমরা বারবার বলেছি ৷ যারা একশো দিনের টাকা দেয় না, তারা ভগবানগোলা, মালদায় ভাঙনের টাকা দেবে, এটা ভাবলে কী করে ?’’

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘ফরাক্কায় ইন্দো বাংলাদেশ জলচুক্তি অনুযায়ী 700 কোটি টাকার পাওনা আছে, তা দেয়নি এখনও ৷’’ এর পর তিনি বলেন, ‘‘গঙ্গার ভাঙন এভাবে আটকানো যাবে না ৷ গঙ্গার ভাঙন হতেই থাকবে ৷ কারণ, নদী, প্রকৃতি, বন, জঙ্গল, আকাশ, মাটি আমাদের হাতে নেই ৷’’ মুখ্যমন্ত্রীর প্রস্তাব, গঙ্গা ভাঙন আটকাতে অন্য কোনও সিস্টেম করতে হবে ৷ গঙ্গার পাড়ে যাঁরা থাকেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ৷ শুধু জমিটা দেওয়া হবে ৷ তাঁরা ঘরবাড়ি তৈরি করে নেবেন ৷ এর জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি তৈরি করা হোক ৷

এর পর আবার ভর্ৎসনা করেন পার্থ ভৌমিককে ৷ তিনি বলেন, ‘‘যাঁদের কোনও আইডিয়া নেই বাইরে থেকে সাজেশন দিয়ে দিলেন ৷ টাকা কোথা থেকে আসবে জানেন না ৷ যখন সাজেশন দেবেন সঙ্গে টাকার সাশ্রয়ও করতে হবে ৷’’

আরও পড়ুন: তৃণমূলের জনসংযোগ যাত্রার সাফল্যে মানুষের আশীর্বাদ চান মমতা, 'দিদি'কে ধন্যবাদ অভিষেকের

Last Updated : Apr 26, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.