ETV Bharat / state

Mamata Banerjee: মাদ্রিদের শিল্প সম্মেলনে চন্দ্রাভিযানে অংশ নেওয়া বাংলার ভূমিপুত্রদের সাফল্যের কথা শোনালেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 7:36 PM IST

Updated : Sep 15, 2023, 10:47 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee Spain Visit: গতমাসেই চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ চন্দ্রযান-3 মিশনের বিজ্ঞানীদের দলে বাংলার অনেকেও ছিলেন ৷ সেই কারণে শুক্রবার স্পেনের মাদ্রিদের শিল্প সম্মেলনে বাংলা তথা ভারতের মহাকাশ গবেষণার এই সাফল্যের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর: মাদ্রিদের শিল্প সম্মেলনে মমতার মুখে দেশের বিজ্ঞানীদের চন্দ্রজয়ের সাফল্যের কথা । সেখানে বাংলার ভূমিপুত্রদের অবদানের কথাও স্মরণ করালেন তিনি । নাসা থেকে শুরু করে সর্বত্রই বাংলার প্রতিভারা রয়েছে, সেই কথাই স্পেনের মাদ্রিদের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মনে করিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা যেমন সংস্কৃতির ক্ষেত্র, বাংলা যেমন রবীন্দ্রনাথ-নজরুলের মতো বিশিষ্টদের জন্মস্থান, একইভাবে আজকের বাংলায় রয়েছে শিল্পের অনুকূল পরিবেশও । আর সেই কারণেই শুক্রবার তিনি স্পেনের শিল্পমহলকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । তাঁর মতে, আজকের দিনে দাঁড়িয়ে ‘বেঙ্গল মিনস বিজনেস’ ।

প্রসঙ্গত, চন্দ্রাভিযানে ভারতের সাফল্যের কথা এই মুহূর্তে বিশ্বের মানুষের অজানা নয় । কারণ, এই চন্দ্রাভিযানের মাধ্যমে ভারত এক বিরল কৃতিত্ব অর্জন করেছে । ভারতই প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পেরেছে ৷ তাই এই সাফল্য যতটা ভারতের, ততটাই মানব সভ্যতার । এ দিন শিল্প সম্মেলনে স্পেন সরকারের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রকের প্রতিনিধি অ্যালিসিয়া বারিলা ডুনোজো ভারতের চন্দ্রজয়ের সাফল্যের প্রসঙ্গ তুলে আনেন ।

তিনি বলেন, ‘‘সম্প্রতি চাঁদের দক্ষিণ গোলার্ধে চন্দ্রযান পাঠিয়ে সারা বিশ্বকে গর্বিত করেছে ভারত। তার গর্বে গর্বিত আমরাও । এক্ষেত্রে ভারতের অগ্রগতি অভাবনীয় ।’’ একইভাবে তিনি পশ্চিমবঙ্গে যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, তারও প্রশংসা করেন ।

খুব স্বাভাবিকভাবেই এই স্পেন সরকারের প্রতিনিধির বক্তব্যের রেশ নিজের বক্তব্যে টেনে আনেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি চন্দ্রাভিযানের সাফল্যের কথা বলার পাশাপাশি চন্দ্রযান-3 মিশনের টিমে যে বেশ কয়েকজন বাংলার ভূমিপুত্র ছিলেন, তাও উল্লেখ করেন ৷ এদিন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সম্প্রতি আপনারা দেখেছেন চাঁদের মাটিতে পা রেখেছে ভারতীয় চন্দ্রযান । ভাবতে পারেন যে সমস্ত বিজ্ঞানীরা এই চন্দ্র অভিযানে কাজ করেছেন, তাঁদের মধ্যে 40 জন রয়েছেন বাংলার । এরা সকলেই বিজ্ঞানী ও গবেষক । আমরা তাদের জন্য গর্বিত ।’’

আরও পড়ুন: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

শুধু চন্দ্রাভিযান নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাংলার দুর্গাপুজোর প্রসঙ্গও উঠে এসেছে । ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে ইন টেনজিবল হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । মোটের উপর বাংলায় সম্ভাবনার সব দিক উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের বিনিয়োগকারীদের বাংলায় বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ।

Last Updated :Sep 15, 2023, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.