ETV Bharat / state

Mamata in Spain: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 5:40 PM IST

Updated : Sep 15, 2023, 10:50 PM IST

Mamata Banerjee in Spain Business Summit: স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, বাংলায় শিল্পের জন্য সব পরিকাঠামো আছে ৷

Mamata in Spain
মমতা বন্দ্য়োপাধ্যায়

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: বাংলায় বিনিয়োগ করার জন্য স্পেনের শিল্পপতিদের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ মাদ্রিদে শিল্প বাণিজ্য বৈঠকে তাঁর দাবি, শিল্পের কদর করতে জানে বাংলা ৷ মমতা বলেন, "বাংলায় সব পরিকাঠামো আছে ৷ আপনারা শুধু একবার আসুন ৷ বিনিয়োগ করুন ৷ শিল্প গড়ুন ৷ জমির কোনও অভাব হবে না ৷"

শুক্রবার স্পেন সফরের দ্বিতীয় দিনে সে দেশের শিল্প ও বাণিজ্য মহলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে বাংলার মুখ হিসেবে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও বাংলা থেকে যাওয়া প্রতিনিধি দল ৷ এ দিন মাদ্রিদের শিল্পমহলের সামনে বাংলার ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি, পরিকাঠামো ও দক্ষতার পরিসংখ্যান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার প্রতিভা ও ঐতিহ্য গোটা দেশের মধ্যে অন্যতম বলে মনে করিয়ে দেন তিনি ৷ এ প্রসঙ্গে তিনি টেনে আনেন কলকাতার আন্তর্জাতিক বইমেলা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথা, দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বৃীকৃতি প্রদানের কথা ৷ জানিয়ে দেন, তাঁর সরকারের আমলে বাংলায় চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পও ৷

এ দিন মমতা বলেন, "গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের অনেক মহিলা উদ্যোগপতি রয়েছেন ৷ এছাড়াও চামড়া, বস্ত্র, স্কিল, ছোট উদ্যোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা এক নম্বর ৷ আমাদের জমি ব্যাংক আছে ৷ জমি আইন আছে ৷ পাহাড়-জঙ্গল-নদী-সমুদ্র সব বাংলায় আছে ৷"

তাঁর সরকারের আমলে বাংলায় বিশ্ববিদ্যালয় তৈরি থেকে শুরু করে মহিলাদের জন্য প্রকল্প, নারীশিক্ষা - এমন নানা সমাজকল্যাণমূলক প্রকল্প চলছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "মহিলাদের ক্ষমতায়নে আমরা এক নম্বরে ৷ মেয়েদের পড়াশোনা, বিয়ে সবেতেই আমরা অর্থসাহায্য দিই ৷ এমনকী লক্ষ্মীর ভান্ডার নামে একটি প্রকল্পে গৃহবধূদের পকেটমানিও দেওয়া হয় ৷ যাতে তাঁরা মনে করেন, তাঁদেরও নিজস্ব কিছু আছে ৷"

এ দিন বাংলার প্রতিভার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন চন্দ্রযানের সাফল্যের কথা ৷ তিনি বলেন,

"ভারত এখন চাঁদে পৌঁছে গিয়েছে ৷ চন্দ্রযান অভিযানের 40 জনই বাঙালি ৷ নাসাতেও প্রচুর বাঙালি আছেন ৷ তথ্য-প্রযুক্তি ক্ষেত্রেও ৷ বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে ৷"

স্পেনের শিল্পমহলের কাছে বাংলায় আসার বিনীত আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, "বাংলায় পর্যটন শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ ৷ অনেকে এটা মনে না করলেও, বাংলা শিল্পের কদর করতে জানে ৷ বাংলা হল দেশের সাংস্কৃতিক রাজধানী ৷ আমরা সব ধর্ম ও সম্প্রদায়কে ভালোবাসি ৷ আমাদের সব পরিকাঠামো আছে ৷ এ বার শুধু প্রয়োজন আপনাদের ৷ আপনারা এসে দেখুন, যদি ভালো লাগে বিনিয়োগ করুন ৷ আমাদের আতিথেয়তার সুযোগ দিন ৷ আমার বিনীত অনুরোধ, একবার অন্তত আসুন, এসে দেখুন ৷ শিল্প গড়ুন ৷ জমির কোনও অভাব হবে না ৷"

স্পেনের আতিথেয়তায় তিনি আপ্লুত বলে এ দিন জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "স্পেন এখন আমার সুইট হোম ৷ আপনাদের খাবার, সংস্কৃতি সব আমার খুব ভালো লেগেছে ৷"

আরও পড়ুন: অ্যাকর্ডিয়ানের পর পিয়ানো, মাদ্রিদে আজ রবীন্দ্রসঙ্গীতের সুর তুলে দিন শুরু মমতার

Last Updated :Sep 15, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.