ETV Bharat / state

Mamata Banerjee: বৃহস্পতিবার এগরায় মমতা, বিস্ফোরণ-ক্ষতে প্রলেপ দিতে মরিয়া তৃণমূল

author img

By

Published : May 24, 2023, 9:37 AM IST

Updated : May 24, 2023, 12:18 PM IST

বৃহস্পতিবারই এগরা যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তাঁর এগরা যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 24 মে: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ খাদিকুলে বিস্ফোরণস্থলার পাশাপাশি স্বজনহারাদের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে ভয়াবহ বিস্ফোরণের ফলে দল এবং প্রশাসন সম্পর্কে এলাকার মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছিল তাতেও প্রলেপ লাগবে বলেই মনে করছে তৃণমূল ৷

এগরার খাদিকুলে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় 10 জন নীরিহ গ্রামবাসীর ৷ পরে ওড়িশার হাসপাতালে মৃত্যু হয় ভানু বাগেরও ৷ তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় ৷ বিস্ফোরণের ভয়াবহতার নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তবে পরবর্তী সময়ে দেখা যায় তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷ বিক্ষোভের জেরে কোনও রকমে এলাকা ছাড়েন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ-বিধায়করা ৷ রাজ্যের শাসকদলের প্রতিনিধিদের দেখে গ্রামবাসীদের 'চোর' স্লোগানও দিতে শোনা গিয়েছিল ৷ ঘটনায় দল এবং স্থানীয় প্রশাসনের ভাবমূর্তিতে যে যথেষ্ট আঘাত লেগেছিল তা ভালো মতোই আঁচ করতে পেরেছেন মুখ্যমন্ত্রী ৷ এবার তাই কাল বিলম্ব না করে নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

নীতি আয়োগের বৈঠককে যোগ দিতে সপ্তাহের শেষে দিল্লী যাওয়ার কথা মমতার। তাঁর সেই সফরের আগেই এগরা যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার নবান্নের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জেলা প্রশাসনের তরফে অবশ্য মুখ্যমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চত করা গিয়েছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এগরা আসছেন। এদিন ইটিভি ভারতের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে ফোন করা হলে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি এগরা আসবেন। সেই মতো বৃহস্পতিবারই আসছেন তিনি।

ওইদিন জামাইষষ্ঠী উপলক্ষে নবান্নে অর্ধ দিবস ছুটি রয়েছে। এগরা যাওয়ার জন্য এক্ষেত্রে সেই দিনটিকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। দল এবং প্রশাসনের একটা অংশ ধরেই নেওয়া নিয়েছিল চলতি সপ্তাহেই এগরা যেতে পারেন মমতা। শেষমেশ মঙ্গলবার বিকেলের পর বিষয়টি স্পষ্ট হয়। রাতের দিকে কারামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগরা যাওয়ার কথা নিশ্চিত করেন।

আরও পড়ুন: সময়ের আগেই পড়ে যেতে পারে কেন্দ্রের বিজেপি সরকার, দাবি মমতার

Last Updated : May 24, 2023, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.