ETV Bharat / state

Mamata Banerjee: 'টেলিভিশন মানুষের মনের দরজা', টেলি আকাদেমি পুরস্কার অনুষ্ঠানে বললেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 7:04 PM IST

Mamata inaugurates Tele Academy Awards Programme: টেলি আকাদেমি পুরস্কার অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 24 অগস্ট: 'অনুরাগের ছোঁয়া' থেকে 'জগদ্ধাত্রী', 'নিম ফুলের মধু', 'গুড্ডি', 'রামপ্রসাদ', 'গাঁটছড়া' না দেখলে মন খারাপ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে 'টেলি আকাদেমি পুরস্কার' অনুষ্ঠানের শুভ সূচনা করে এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, টেলিভিশন হল মানুষের মনের দরজা ৷

এ বারের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া এবং সাহেব চট্টোপাধ্যায় । মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, কার্যনির্বাহী সদস্য রানা মিত্র, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসার্স-এর তরফে নীলাঞ্জনা সেনগুপ্ত, অর্কপ্রভ গঙ্গোপাধ্যায়, ফেডারেশন অফ সিনে টেকিনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস এবং যুগ্ম সম্পাদক সুজিত হাজরা ।

2014 সাল থেকে শুরু হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান । এ বার মোট 41টি বিভাগে 66 জনকে পুরস্কার দেওয়া হবে । এ ছাড়াও আজীবন স্বীকৃতি, মরণোত্তর স্বীকৃতি, পাদপ্রদীপের তলায় বিভাগেও অভিনন্দন জানানো হচ্ছে এ বার ।

এ দিনের সন্ধ্যায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি টেলিভিশন চ্যানেলকে মনে করি মানুষের মনের দরজা । মানুষের মনের জাগরণ তৈরি করে এই টেলিভিশন ।"

বিনোদন চ্যানেলগুলিকে মুখ্যমন্ত্রীর অনুরোধ, অপরাধের গল্প দেখানোর পাশাপাশি তার শাস্তি কতটা কঠোর হতে পারে সেটাও দেখানো হোক ধারাবাহিকে । তাঁর কথায়, "মানুষ কিছু কিছু ক্রাইমের দৃশ্য নকল করে ৷ খারাপ জিনিস লোকে তাড়াতাড়ি গ্রহণ করে ৷ ক্রাইমের কিছু দেখালে তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার বিষয়টাও দেখান, তাহলে প্রশাসনেরও জাগরণ হয় ৷ আপনাদের থেকে শিক্ষা নিয়ে আমরা অনেক কাজ করতে পারি ৷"

এ দিন টলিউডের শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মুম্বইতে ডেকে নিয়ে যায় বাংলার শিল্পীদের ৷ আপনাদের টেলিভিশন চ্যানেল সারা পৃথিবীকে জয় করবে ৷ সারা পৃথিবী থেকে আপনারা ডাক পাবেন ৷" মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার শিল্পীরা বহুমুখী প্রতিভা ৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'অনুরাগের ছোঁয়া', 'জগদ্ধাত্রী', 'নিম ফুলের মধু', 'গুড্ডি', 'রামপ্রসাদ', 'গাঁটছড়া' না দেখলে তাঁর মন খারাপ হয় ৷ এ দিন শিশু শিল্পী লাড্ডু এবং 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের সোনা এবং রূপার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার কাদের মুকুটে উঠল, রইল তালিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.