ETV Bharat / state

Mamata Hands it over to Cops: পঞ্চায়েতের অশান্তি রুখতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে চান মমতা

author img

By

Published : Jul 12, 2023, 8:04 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

পঞ্চায়েতের অশান্তি রুখতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, অশান্তিতে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ফ্রি হ্যান্ড দিচ্ছেন পুলিশকে ৷

কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েত ভোট পরবর্তী অশান্তি রুখতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আজ জানিয়ে দিয়েছেন, হিংসায় জড়িতদের বিরুদ্ধে ব্য়বস্থা নিক পুলিশ ৷ তাঁর দলের কর্মীরা অভিযুক্ত হলে তাঁদের বিরুদ্ধেও যেন কড়া ব্য়বস্থা নেওয়া হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় রক্তপাত, মৃত্যু, অশান্তি দেখেছে রাজ্য । এই রক্তপাত শুরু হয়েছে পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিন থেকেই, চলেছে গণনা পর্যন্ত । পঞ্চায়েত আইন অনুসারে ভোট ঘোষণা পর থেকে আইনশৃঙ্খলা-সহ সেই সময় সামগ্রিক দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের । আর এই সময় বারংবার এই মৃত্যু এবং রক্তপাত নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়েছে কমিশন । বুধবার নির্বাচনের ফল ঘোষণার পর সেই দায়িত্ব আবার হস্তান্তরিত হয়েছে রাজ্য সরকারের হাতে । এই অবস্থায় দায়িত্ব হাতে ফিরে পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, অশান্তি রুখতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে চান তিনি ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অশান্তির ঘটনায় তদন্ত করতে এবং দোষীদের গ্রেফতার করতে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে । এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট ভাষায় বলেন, "প্রায় 71 হাজার বুথে ভোট হয়েছে । কিন্তু বড়জোর 69টি বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে । আমি দুঃখিত পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কিছু বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন । যে জায়গাগুলিতে ঘটনা ঘটেছে, আজ থেকে নয়, গত 25-30 বছর ধরে ওই জায়গাগুলিতেই গণ্ডগোল হয় । ডোমকলে গণ্ডগোল হয়েছে, আমাদের কর্মীরা মারা গিয়েছেন । জিতেছে কে ? বিরোধীরা । ভাঙড়ে গণ্ডগোল হয়েছে । বিরোধীরা করেছে । আমরা তো ওখানে জিতিনি । আমাদের সিটটা ছিনিয়ে নিয়েছে । তাহলে ওখানে গণ্ডগোল হল কেন !"

পাশপাশি যাঁরা পুকুরে ব্যালট ফেলেছেন তাঁরা কেন গ্রেফতার হবেন না তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "পুলিশকে ফ্রি হ্যান্ড দিলাম, পদক্ষেপ করুক । যদি আমার দলের কেউ দোষী হয় তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করুক ।"

এই প্রসঙ্গে বলতে গিয়েই মঙ্গলবার ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুলেছেন মমতা । তিনি বলেন, ভাঙড়ে গণ্ডগোল হল কীভাবে কাল রাতে ? কেন্দ্রীয় বাহিনী তো ছিল । কেন অ্যাডিশনাল পুলিশ সুপারকে গুলি করা হল ? তৃণমূল জিতে গিয়েছিল । ওরা হঠাত্‍ রাতে বাইরে থেকে গুন্ডা নিয়ে আসে । একটা স্কুলের মধ্যে বোমা মজুত করে রেখেছিল । সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল । কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "তৃণমূলের কেউ অন্যায় করলে, তাঁকেও গ্রেফতার করা হোক, আমি খুশি হতাম ।"

আরও পড়ুন: 'আমাকে গালাগাল দেবেন, আমি নৈবেদ্য সাজিয়ে দেব হতে পারে না'; দিল্লির কংগ্রেসকে বার্তা মমতার

এ দিন বাম, কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন মমতা । তিনি বলেন, "60টি বুথে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । আমি দুঃখিত রাম-বাম-শ্যাম ও আরও একজন জোট বেঁধেছিল । প্ল্যান করে করেছে ওরা । ওদের মূল লক্ষ্য বাংলাকে বদনাম করা ।" মমতা বলেন, "আমরা কোর্ট যা নির্দেশ দিয়েছে সব মেনেছি । 700 বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, আমরা তাতেও সায় দিয়েছি । তারপরেও কেন এত বদনাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.