ETV Bharat / state

Mamata Trains Guns on Congress: 'আমাকে গালাগাল দেবেন, আমি নৈবেদ্য সাজিয়ে দেব হতে পারে না'; দিল্লির কংগ্রেসকে বার্তা মমতার

author img

By

Published : Jul 12, 2023, 7:42 PM IST

বিরোধী দলগুলির বৈঠকের আগে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্য কংগ্রেস যেভাবে তাঁর ও তাঁর দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে, তার প্রভাব বিরোধী জোটে পড়তে পারে বলে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী ৷

Mamata Trains Guns on Congress
Mamata Trains Guns on Congress

কলকাতা, 12 জুলাই: পটনার সভা থেকেই যৌথ লড়াইয়ের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে জোটবদ্ধ হওয়ার কথা বলেছিলেন তিনি । কিন্তু পঞ্চায়েতের ময়দানে বিরোধী আক্রমণের পর জোটসঙ্গীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । বলতে চাইলেন, ঐক্যবদ্ধ লড়াইয়ের সুরে, কোথাও তাল কাটছে । স্পষ্ট ভাষায় মমতা বুঝিয়ে দিলেন, যেভাবে পঞ্চায়েতের নির্বাচনে তাঁকে এবং তাঁর দলকে আক্রমণ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে, তার প্রভাব পড়তে পারে জোটের সমীকরণেও ।

বুধবার নবান্নে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই কংগ্রেসের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তিনি । প্রদেশ কংগ্রেসের আচরণ যে তিনি ভালোভাবে দেখছেন না, তাও জানাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী । বরং তাঁর ইঙ্গিত এর প্রভাব আলোচনাতেও পড়তে পারে । এ দিন কংগ্রেসের প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা জোটের কথা চলছে । সকলের ভেবে কথা বলা উচিত । আপনি এখানে আমাকে গালাগাল করবেন আর ওখানে আপনাকে আমি পুজোর নৈবেদ্য সাজিয়ে দেব, তা হতে পারে না । আমি নৈবেদ্য তখনই দেব, যখন তুমি আমাকে অন্তত দুব্য দেবে ।"

আরও পড়ুন: 'সেলিব্রেশন নয়, 21 জুলাই এবার শ্রদ্ধা দিবস;' ঘোষণা মমতা

প্রসঙ্গত, পটনায় বিরোধী দলগুলির বৈঠকের পর বিরোধীদের জোটের পরবর্তী বৈঠক হতে চলেছে আগামী 16 এবং 17 জুলাই, বেঙ্গালুরুতে । এখনও পর্যন্ত যতটুকু খবর, বৈঠকে আবার যোগ দেবেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন আগেই এক টেলিভিশন সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তিনি । যেভাবে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব তাঁকে এবং তাঁর দলকে আক্রমণ করেছে, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তিনি । তাই স্পষ্ট ভাষায় জানিয়ে রাখলেন, জোট প্রক্রিয়া জারি রাখতে গেলে বোঝাপড়া জরুরি । দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তির নীতিতে বিশ্বাসী নন তিনি ।

প্রসঙ্গত এ বারই প্রথম নয়, অতীতেও এই নিয়ে একাধিকবার বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । বিশেষ করে একদিকে জোট আলোচনা আর অন্যদিকে কংগ্রেসের তৃণমূলকে আক্রমণ যে তিনি ভালোভাবে দেখছেন না, তা আগেও বুঝিয়ে দিয়েছেন মমতা । এ বার দেখার বেঙ্গালুরুর বৈঠকে এই নিয়ে আলাদা করে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন কি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.