ETV Bharat / state

Mamata Banerjee: 21 জুলাইয়ে কোনও অশান্তি নয়, রাজনৈতিক দলগুলিকেও বার্তা মমতার

author img

By

Published : Jul 20, 2023, 5:56 PM IST

বিজেপির তরফে 21 জুলাই রাজ্যের প্রতি ব্লকে বিডিও দফতর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে ৷ কিন্তু 21 জুলাইয়ের মেগা ইভেন্টে কোনও গোলমাল চাইছে না তৃণমূল ৷ আর এদিন কৌশলে সব দলের পাশাপাশি প্রশাসনের উদ্দেশে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
ভিডিয়ো বার্তায় বার্তা মমতার

কলকাতা, 20 জুলাই: 21 জুলাই তৃণমূলের শ্রদ্ধার্ঘ্য দিবসের আগে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিয়ো বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একইসঙ্গে, 21 জুলাইয়ের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের একটা আবেগ জড়িত আছে তাও বৃহস্পতিবার স্পষ্ট করলেন নেত্রী ৷ আর সেক্ষেত্রেই তিনি পুলিশ প্রশাসনের পাশাপাশি সবকটি রাজনৈতিক দলের উদ্দেশেও সুষ্ঠুভাবে দিনটি যাতে পালিত হয়, তার জন্য অনুরোধ জানালেন ৷

একদিন আগেই বিজেপির তরফে 21 জুলাই রাজ্যের প্রতি ব্লকে বিডিও দফতর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল ৷ পঞ্চায়েত ভোটে অশান্তি, হিংসা এবং সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় মহামিছিল করে রাজ্য বিজেপি ৷ সেই মিছিল থেকে বিজাপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত হুঁশিয়ারির সুরে জানান, 21 জুলাই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে বিজেপি ৷ সেইসঙ্গে ভোট কারচুপিতে বিডিওরাও যে শাসকদলের পক্ষেই কাজ করেছিল সেই অভিযোগে ওইদিন বিডিও অফিস ঘেরাও করবে বিজেপি ৷ আর এখান থেকেই প্রশাসনের কপালে ভাঁজ পড়ে ৷ তৃণমূলের হাইভোল্টেজ ইভেন্টের দিনই বিজেপির এই কর্মসূচির জেরে গোলমালেরও আশঙ্কা করছে প্রশাসন ৷ এদিন কার্যত কৌশলে বিরোধীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন: মণিপুরের ভয়ংকর ভিডিয়ো দেখে মর্মাহত ও ক্রুদ্ধ মমতা, সুবিচার পেতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কয়েক লক্ষ মানুষের সমাবেশ হবে ৷ সবাইকে বলব সাবধানে, শান্তিপূর্ণভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাবেশে আসবেন ৷ দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে ৷ সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি ৷ আমি সব রাজনৈতিক দল, প্রশাসন এবং সব স্তরের কাছে আবেদন করব, আসুন 21 জুলাই প্রত্যক্ষ করুন ৷" এবারের 21 জুলাই যে অন্যবারের তুলনায় একটু ভিন্ন তা আগেই স্পষ্ট করে দিয়েছেন মমতা এবং অভিষেক ৷ সাধারণত 21 জুলাইকে শহিদ দিবস হিসাবে পালন করা হলেও এবার তা শ্রদ্ধার্ঘ্য দিবস হিসাবে পালন করবে ঘাসফুল শিবির ৷ এবং 21-এর সেই মঞ্চ থেকেই পঞ্চায়েতে ভোটে জয় উদযাপন করবে তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.