ETV Bharat / state

Mamata Banerjee: সর্বদল বৈঠকে না আসায় বাম-কংগ্রেসকে খোঁচা মমতার, তুললেন 'ইন্ডিয়া' প্রসঙ্গ

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 11:00 PM IST

মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেয়নি বাম-কংগ্রেস ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ এ নিয়ে 'ইন্ডিয়া' প্রসঙ্গও টানেন মমতা ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 29 অগস্ট: সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সিপিএম ৷ কিন্তু মঙ্গলবার জোটের অন্যতম সদস্য তৃণমূলের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেয়নি বাম ও কংগ্রেস । পশ্চিমবঙ্গ দিবসের দিন নির্ধারণের জন্য এদিন এই বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে কংগ্রেস ও বামেদের অনুপস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের শুরুতেই ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

বিজেপির মতো কংগ্রেস ও সিপিএম আগেই জানিয়েছিল তারা এই সর্বদল বৈঠকে যোগ দিচ্ছে না ৷ বাম এবং বিজেপির তরফে লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে তাদের না-আসার কারণ জানানো হয় ৷ কংগ্রেস তাও জানায়নি । বৈঠকের শুরুতেই এই নিয়ে দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আমি ইন্ডিয়া জোটে আছি, সব ব্যাপারেই যাই । কংগ্রেস ও সিপিএমের এই বৈঠকে যোগ না-দেওয়াটা তাই দুঃখজনক ।"

বুধবারই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই উড়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সিপিএম এবং কংগ্রেসকেও । কিন্তু সেই সফরের আগেই সিপিএম এবং কংগ্রেস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ । তাঁর এই বক্তব্য যে কোনভাবেই জোটের পক্ষে সুখকর নয় সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ।

চিঠি দিয়ে বামেদের তরফ থেকে এই সর্বদল বৈঠক তড়িঘড়ি ডাকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । এর জবাব অবশ্য দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী । এই ধরনের বৈঠকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "20 জুন, পশ্চিমবঙ্গ দিবস উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশিকা পর্যন্ত জারি করেছে । আমাদের জানাইনি । এখন বাংলার ব্যাপার বাংলা জানবে না ! তড়িঘড়ি, এই জন্যই তো বৈঠক ডাকতে হয়েছে ।"

আরও পড়ুন: সর্বদল বৈঠকে পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত

তিনি আরও বলেন, "সময়ে যদি আপনি প্রতিবাদটা না করেন, তাহলে কিন্তু এই বেআইনি জিনিসটাই আইনত হয়ে যাবে । এটাই স্থায়ী হয়ে যাবে । 20 জুন নাকি বাংলার প্রতিষ্ঠাদিবস! আমি তো জীবনে শুনিনি । আপনারা কেউ শুনে থাকলে বলবেন । আমরা চাইছি, এই দিনটা হবে না । আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিবাদপত্র লিখেছি ।" বাম-কংগ্রেসকে নিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া খোঁচা মুম্বইয়ের ইন্ডিয়া বৈঠকের আগে একটা অন্যমাত্রা নিয়ে এসেছে । 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর সেখানে 2 দিনের বৈঠকে মিলিত হচ্ছে ইন্ডিয়া জোটের সদস্য 26টি বিরোধী রাজনৈতিক দল ৷ রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্যস্তরে তৃণমূলের সঙ্গে কংগ্রেস ও বামেদের এই দূরত্ব ও অসামঞ্জস্য জাতীয় ক্ষেত্রে শেষ পর্যন্ত বড় ক্ষোভের ক্ষেত্র তৈরি করবে না তো !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.