ETV Bharat / state

Mamata on DA Agitators: 'চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত', ডিএ আন্দোলনকারীদের কদর্য ভাষায় আক্রমণ মমতার

author img

By

Published : Mar 29, 2023, 9:39 PM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

ডিএ আন্দোলনকারীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)৷ এর পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে সিপিএমকেও দুষলেন ৷ কী বললেন তিনি ?

কলকাতা, 29 মার্চ: রাজ্যের বঞ্চনার প্রতি কেন্দ্রের বিরুদ্ধে রেডরোডের ধরনা মঞ্চে ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams DA Agitators)। আন্দোলনকারীরা যোগ্যতা, মেধার ভিত্তিতে চাকরি পাননি বলেই মনে করেন তিনি । তাঁর কথায়, "চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত যত । ডিএ-র জন্য বসে গিয়েছেন । এখন ওদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে । এখানে ওখানে গিয়ে এটা দাও, সেটা দাও ।"

চাকরি চুরি, চিরকুট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যত যা কাগজ বেরোচ্ছে সিপিআইএমের লোকজন করছে । কো-অর্ডিনেশন করে কাগজ বের করছেন । 2000 সালের কাগজ, 2010 সালের কাগজ পুড়িয়ে দিয়েছেন । গণশক্তিতে যারা চাকরি করেন তাদের বউরা স্কুলে চাকরি পেয়েছেন । পেনশনের খাতা খুলব ?"

এখানেই শেষ নয় । নাম করে এক সিপিআইএম নেতার বউয়ের চাকরি নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "শুনলাম 300 টাকায় চাকরিতে ঢুকেছিল । 55 হাজার টাকায় অবসর নিলেন । সবার টাকা আমি ব্যবস্থা করব । আমি ওদের চাকরি খাব না । আমি চাকরি দেব । মামলা করে চাকরি দেওয়া বন্ধ করতে পারবেন না ।" দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার পেনশন দেয় বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমরা একমাত্র পেনশন দিই । পেনশন বন্ধ করে দেব । সবার না । যারা চিল্লাচ্ছে তাদের পেনশন বন্ধ করে দেব ।" এরপরেই সিপিআইএম ও তাদের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ফাইল কোথায় ? আমি ভয় পায় ? কো-অর্ডিনেশন করেই সব পুড়িয়ে দিয়েছে ।"

এআইসিসিটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসু বলেন, "সমস্ত সীমাকে লঙ্ঘন করে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের 'চোর-ডাকাত' বলে যে কুৎসিত আক্রমণ করলেন ৷ আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । যে রাজ্য সরকার নিজেই আপাদমস্তক নানান ক্ষেত্রে দুর্নীতির মারাত্মক অভিযোগে দুষ্ট, যার গোটা শিক্ষা দফতর কারা অন্তরালে, সেই রাজ্যের প্রশাসনিক প্রধানের এই উক্তি রুচিশীল বাংলার মানুষের কাছে চরম লজ্জার । ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি মুখ্যমন্ত্রীর এই মনোভাব বুঝিয়ে দেয় গণতন্ত্র আজ কতটা বিপন্ন এই রাজ্যে । এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক মানুষ ও শ্রমিক কর্মচারীদের প্রতিবাদে সামিল হতে আহ্বান করছি ।"

বগটুই কাণ্ডের প্রসঙ্গ তুলে মমতার অভিযোগ, "বীরভূমের বগটুইতে কী হল ? চাকরি দিলাম । তাদের সঙ্গে ডিল হয়েছে । টাকা দিয়ে কেনা হয়েছে । তদন্ত করব । কোন টাকা কোথায় গেল ? মনে রাখবেন, আমি আদিবাসীদের জমি দখল বন্ধ করেছি । মদ খাইয়ে রাস্তা ভাঙছে ওরা । অফিসারদের বলব, অ্যারেস্ট করতে হবে না । আইন মেনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন ।"কেন্দ্রীয় এজেন্সির কর্মী অধিকারীদের হুঁশিয়ারি দিয়ে মমতার বক্তব্য, "চাকরি জীবন এখনও আপনাদের রয়েছে মনে রাখবেন । আইন দিয়ে আইন বুঝে নেব । আগে এরা নিরপেক্ষ ছিল । এখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে ।"

আরও পড়ুন : মমতার ধরনায় ওয়াশিং মেশিন বিজেপি, তাৎপর্যপূর্ণভাবে খাড়গের টুইটেও একই তত্ত্ব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.