ETV Bharat / state

Mamata Welcomes SC Order: মেঘালয়ের মানুষকে ধন্যবাদ, নির্বাচন কমিশনার নিয়োগে 'সুপ্রিম' নির্দেশকে স্বাগত মমতার

author img

By

Published : Mar 2, 2023, 7:14 PM IST

Updated : Mar 2, 2023, 7:23 PM IST

বৃহস্পতিবার একই বন্ধনীতে রেখে কংগ্রেস, সিপিএম ও বিজেপি'কে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on poll results) ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 2 মার্চ: মেঘালয়ের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সরাসরি কংগ্রেসকে বিঁধে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, "এখানে ভোট প্রচারে বিভ্রান্তি তৈরি করা হয়েছে ৷ আমি কংগ্রেসে আছি বলে কংগ্রেসের তরফে প্রচার করা হয়েছে ৷" মেঘালয়ের নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, এখানে মাত্র 6 মাস আগে ভোটে লড়তে নেমে তৃণমূল প্রায় 15 শতাংশ ভোট পেয়েছে, প্রধান বিরোধী দলের মর্যাদা পাচ্ছে; এর জন্য মেঘালয়ের মানুষকে ধন্যবাদ ৷ তৃণমূল এখানে ভবিষ্যতে আরও ভালো ফল করবে (TMC in Meghalaya) ৷

যদিও ত্রিপুরায় এদিন দলের ফল নিয়ে মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শুধু বলেন, "ত্রিপুরায় কোনওভাবে সরকার গড়ছে বিজেপি, এটা কিছুই না ৷ ওরা অবশ্য বিধায়ক কিনতে পারে এটাই ওদের স্বভাব ৷" নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, "সুপ্রিম কোর্টই আমাদের দেশ, সংবিধান ও আমাদের রক্ষা করতে পারে ৷ এটা মানুষের নৈতিক জয় ৷ এজেন্সি দিয়ে সরকার চলতে পারে না ৷"

তবে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার প্রসঙ্গে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মমতা ৷ যা 2024 লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গঠনের প্রশ্নে তৃণমূল-কংগ্রেস ও সিপিএমের এক মঞ্চের সম্ভাবনাকে আরও জটিল করে তুলল বলল মনে করা হচ্ছে (Mamata Banerjee attacks Congress) ৷ তাঁর কথায়, "তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে 2024-এ, আমরা ওদের কারও সঙ্গে জোটে যাব না ৷ কংগ্রেস-সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া ৷"

আরও পড়ুন: 22980 ভোটে তৃণমূলকে হারিয়ে সাগরদিঘিতে জয়ী কংগ্রেস

এদিন সাগরদিঘি উপ-নির্বাচন প্রসঙ্গে একসূত্রে বেঁধে সিপিএম-কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বিজেপি এজেন্সি কাজে লাগিয়ে আরও অনেককে গ্রেফতার করবে ও হেনস্থা করবে ৷ কংগ্রেস ও সিপিএম বিজেপি'র সঙ্গে জোট গড়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে ৷ তাঁর প্রশ্ন,"ওরা কীভাবে বিজেপির বিরুদ্ধে লড়বে ! যারা বিজেপিকে সাহায্য করে তৃণমূল তাদের সঙ্গে জোট গড়বে না ৷ কংগ্রেস ও বিজেপি পরস্পরকে ভোট ট্রান্সফার করে, সাগরদিঘিতে তার প্রমাণ মিলল ৷"

Last Updated : Mar 2, 2023, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.