ETV Bharat / state

Mamata Slams BJP: সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিজেপি চব্বিশের ভোটে হারবে, দাবি মমতার

author img

By

Published : Apr 19, 2023, 6:51 PM IST

Updated : Apr 19, 2023, 7:58 PM IST

Mamata Slams BJP
Mamata Slams BJP

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সাংবাদিক বৈঠক থেকে তিনি একাধিক ইস্যুতে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷

কলকাতা, 18 এপ্রিল: 2024 সালে লোকসভা নির্বাচন ৷ ঠিক একবছর পর ওই ভোট হবে ৷ যা নিয়ে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি ও বিরোধী রাজনৈতিক দলগুলি এখন থেকেই কোমর কষতে শুরু করেছে ৷ স্বাভাবিকভাবে বিজেপির তরফে কেন্দ্রের ক্ষমতায় ফেরার দাবি করা হচ্ছে বিজেপির তরফে ৷ ঠিক তখনই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, 2024 সালে বিজেপি আর কেন্দ্রের ক্ষমতায় ফিরবে না ৷ একই সঙ্গে বিজেপিকে তিনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলেও কটাক্ষ করেছেন ৷

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানে তিনি আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন ৷ আবারও তিনি অভিযোগ করেন যে অমিত শাহ গায়ের জোরে সরকার ভাঙার চেষ্টা করছেন ৷ তাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছেন ৷ অমিত শাহের কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ আচরণ নয় বলেও মমতা এদিন দাবি করেন ৷

তৃণমূলের বিরুদ্ধে বিজেপি চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ মমতার অভিযোগ, বিধায়কদের সংখ্যা কমানোর জন্য গ্রেফতার করাচ্ছে বিজেপি ৷ এজেন্সিকে দিয়ে টাকা দিচ্ছে নেতাদের ৷ এভাবে পার্টি চলে না ৷ এখন দেশের মানুষ জেনে গিয়েছে এরা দেশের উন্নতি করতে পারবে না ৷

তাঁর আরও দাবি, ভোট এলেই বিজেপি মেরুকরণের রাজনীতি করে ৷ এনআরসি নিয়ে আসে ও পুলওয়ামার মতো ঘটনা ঘটায়৷ পাশাপাশি বিজেপিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলেও কটাক্ষ করেছেন মমতা ৷ এনকাউন্টার থেকে বিলকিস বানো, একাধিক ইস্যুতে তিনি সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ৷

তাঁর আরও অভিযোগ, বিজেপি ফেক ভিডিয়ো ছড়ায় ৷ রাজ্যপালকে দিয়ে ফাইল আটকে রাখে ৷ 35টি আসনে জিততে বাংলায় ইতিমধ্যে মেরুকরণের রাজনীতি শুরু করেছে বিজেপি ৷ সকলের সঙ্গে সকলকে লড়াই বাঁধিয়ে দিচ্ছে ৷ বিজেপি ইতিহাস বদলে দিচ্ছে, লোকসভা চলতে দিচ্ছে না ৷ কেউ প্রশ্ন করলে এনকাউন্টার করে দেয় ৷ এর পরই তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, ক্ষমতা চিরস্থায়ী নয় ৷ সংবিধান চিরস্থায়ী ৷ সংবিধানকে ভাঙা যাবে না ৷ 2024 সালের ভোটে বিজেপি জিতবে না ৷ লোকসভা ভোটে 200-র বেশি আসন পাবে না ৷

আরও পড়ুন: শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতার

Last Updated :Apr 19, 2023, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.