ETV Bharat / state

Mamata Banerjee: জগন্নাথের আশীর্বাদ থাকলে আগামী বছর দিঘায় রথযাত্রা করতে চান মমতা

author img

By

Published : Jun 20, 2023, 3:03 PM IST

Updated : Jun 20, 2023, 5:47 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

মঙ্গলবার কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর তিনি জানালেন জগন্নাথের আশীর্বাদ থাকলে আগামী বছর দিঘায় রথযাত্রার আয়োজন করতে চান ৷

আগামী বছর দিঘায় রথযাত্রা করতে চান মমতা

কলকাতা, 20 জুন: ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার কলকাতায় ইসকনের এই রথযাত্রার সূচনা করেন তিনি ৷ সেখানে তিনি জানান, জগন্নাথদেবের আশীর্বাদ থাকলে আগামী বছর বাংলাতেও বড় করে রথযাত্রার আয়োজন করা হতে পারে ৷ এই বিষয়ে তিনি পূর্ব মেদিনীপুরের দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ তোলেন ৷ ওই মন্দির তৈরি হয়ে গেলেই রাজ্যে বিরাট রথযাত্রার আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান ৷

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করে আসছেন ৷ এবারও সেই নিয়ম মেনে প্রথমে ইসকন মন্দিরে পুজো দেন ৷ তার পর রথে উঠে জগন্নাথদেবের আরতি করেন তিনি ৷ শেষে উদ্দেশ্য়ে কিছু কথা তিনি বলেন ৷

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘দেবতা তো মানুষের মধ্য থেকেই তৈরি হয় ৷ মানুষের অন্তরাত্মাই দেবতার অন্তরাত্মা ৷ দেবতা তো একটা মাটির পুতুল নয়, দেবতা তো একটা কাঠের পুতুল নয় ৷ দেবদেবীর মধ্য দিয়ে আমাদের মনোবাঞ্ছা, মনের কথা, মনের সুখ-দুঃখ সবকিছু দেবতার চরণে অর্পণ করি ৷ তার কারণ আমাদের এটা বিশ্বাস ৷ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর ৷’’

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিবারই অনেকে ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকেন ৷ এবারও ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরত জাহান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যরা ৷ তাঁদের উপস্থিতির কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন নিজের ভাষণের সময় ৷ তাছাড়া তিনি পুরীর রথযাত্রার কথাও উল্লেখ করেন ৷ সেই সময় বাংলাতেও বিরাট রথযাত্রার কথা তিনি বলেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘রথযাত্রাও (পুরীর রথযাত্রা) শুরু হয়েছে ৷ রথে ওঠার আগে দ্বৈতাপতি আমাকে ফোন করেছিলেন যে ‘আমি রথে উঠছি, তোমাদের নামে পুজো দেব’ ৷ আমি বললাম যদি জগন্নাথ অনুমতি দেন, তাহলে হয়তো আগামী রথযাত্রা আমরা যেটা দীঘায় বিরাট মন্দির করছি, সেখানেই হয়তো আমরা আরেকটা (রথযাত্রা) করতে পারি ৷ কারণ, ওখানেও আমরা রথযাত্রা করার চেষ্টা করব ৷’’

আরও পড়ুন: রথযাত্রায় দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, পুরীর আদলে দিঘাতে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির । প্রায় 20 একর জায়গা জুড়ে হিডকোকে দিয়ে এই মন্দির তৈরি করাচ্ছে রাজ্য সরকার । নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি করা হচ্ছে এই মন্দিরটি । রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর তৈরি হচ্ছে এই মন্দিরটি । বাইরে থেকে দেখতে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই হবে এই মন্দিরটি ও এর উচ্চতাও পুরীর মন্দিরের মতো 65 মিটার । এই প্রকল্প রূপায়ণে 120 কোটি টাকা বরাদ্দ হয়েছে ।

Last Updated :Jun 20, 2023, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.