ETV Bharat / bharat

Ratha Yatra 2023: রথযাত্রায় দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jun 20, 2023, 1:51 PM IST

Ratha Yatra 2023 ETV BHARAT
Ratha Yatra 2023

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সোশাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট করেছেন ৷ পাশাপাশি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকলকে এই পবিত্র দিনটির জন্য শুভকামনা করেছেন ৷

নয়াদিল্লি, 20 জুন: রথযাত্রা উপলক্ষে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করলেন রাষ্ট্রপ্রধানরা ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করেছেন ৷ সেখানে দেশবাসী তথা জগন্নাথ ভক্তদের রথযাত্রার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য প্রার্থনা করেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন মার্কিন সফরে যাওয়ার আগে সকল দেশবাসীকে পবিত্র রথযাত্রায় সমৃদ্ধি কামনা করেন ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের রথযাত্রার অভিনন্দন জানিয়েছেন ৷ রাজ্যের বিরোধী দলনেতাও রথযাত্রা নিয়ে টুইট করেন আজ সকালে ৷

আজ দেশের সর্বত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হচ্ছে ৷ পুরীর জগন্নাথ দেবের রথ যেমন বিশ্ববিখ্যাত ৷ তেমনি বাংলা-সহ দেশের সর্বত্র ইসকনের রথযাত্রার জনপ্রিয়তা রয়েছে ৷ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মাসির বাড়ি যাওয়া উপলক্ষে পালিত এই রথযাত্রায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীর মঙ্গল কামনায় অভিনন্দন বার্তা দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি ভবনের তরফে পোস্টে লেখা হয়েছে, ‘‘জগন্নাথ দেবে রথযাত্রার সূচনা উপলক্ষে, আমি সমস্ত দেশবাসীকে, বিশেষ করে ভগবান জগন্নাথের ভক্তদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ৷ আমি মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি ভক্তি ও উৎসর্গের এই উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷’’

  • भगवान जगन्नाथ की रथ यात्रा के शुभारंभ के अवसर पर सभी देशवासियों, विशेष रूप से भगवान जगन्नाथ के श्रद्धालुओं को मैं हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं।

    मैं महाप्रभु जगन्नाथ से प्रार्थना करती हूं कि भक्ति और समर्पण का यह त्योहार, सभी के जीवन में सुख, शांति और समृद्धि लेकर आए।… pic.twitter.com/qfRIyWastZ

    — President of India (@rashtrapatibhvn) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ‘স্টেট ভিজিটে’ গিয়েছেন ৷ রথযাত্রার দিনে তাঁর এই সফরের আগে দেশবাসীকে অভিনন্দন জানান মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই ৷ আসুন আমরা এই পবিত্র দিনটিকে উদযাপন করি ৷ ভগবান জগন্নাথের ঐশ্বরিক যাত্রা আমাদের জীবনকে সুস্বাস্থ্য, সুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে পূর্ণ করুক ৷’’

  • Rath Yatra greetings to everyone. As we celebrate this sacred occasion, may the divine journey of Lord Jagannath fill our lives with health, happiness and spiritual enrichment. pic.twitter.com/ATvXmW3Yr0

    — Narendra Modi (@narendramodi) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জগন্নাথ-বলরাম-সুভদ্রা নয়, পরম্পরা মেনে শিবপুরের রথবাড়ির রথে চড়েন শ্রীনারায়ণ

এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য তথা দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় জগন্নাথ দেবের ছবি দিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেন রথযাত্রা নিয়ে ৷ তিনি লিখেছেন, ‘‘শুভ রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তাঁদের ঐশ্বরিক আর্শিবাদে সকল ভক্তদের শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্য দান করুন ৷’’

  • On the auspicious occasion of Rath Yatra, may the Divine Trinity of Lord Jagannath, Lord Balabhadra & Devi Subhadra bestow peace, prosperity & good fortune upon their devotees.

    "Jai Jagannath" 🙏🙏🙏 pic.twitter.com/5aUOULf4km

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শিল্পী সুদর্শনের ছোঁয়ায় 250টি নারকেল ও 5 টন বালিতে পুরীর সমুদ্র সৈকতে তৈরি রথ

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ওড়িশা তথা দেশবাসীকে রথযাত্রার অভিনন্দন জানিয়েছেন ৷ পুরীর রথযাত্রায় সামিল সকল ভক্তদের তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন রেখেছেন ৷ যাতে নির্বিঘ্নে, কোনও সমস্যা ছাড়াই পবিত্র এই উৎসবের প্রথম পর্ব শেষ করা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.