Ratha Yatra Sand Art: শিল্পী সুদর্শনের ছোঁয়ায় 250টি নারকেল ও 5 টন বালিতে পুরীর সমুদ্র সৈকতে তৈরি রথ

By

Published : Jun 20, 2023, 10:47 AM IST

thumbnail

প্রভু জগন্নাথদেবের রথযাত্রা নিয়ে পুরীতে উত্তেজনা তুঙ্গে ৷ লাখো ভক্ত সমাগম পুরীর জগন্নাথ মন্দির চত্বরে ৷ এই রথযাত্রাকে বালুশিল্পে ফুটিয়ে তুললেন পদ্মশ্রী খ্যাতনামা শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ রথযাত্রার একটি সুন্দর অভিনব চিত্র তৈরি করেন পুরীর সমুদ্র সৈকতে ৷ এই চিত্রটিতে তিনটি বালির রথে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুখ ফুটিয়ে তোলা হয়েছে ৷ এটি তৈরি করতে 250টি নারকেল ব্যবহার করা হয়েছে ৷ প্রভুর মহান ভক্ত দাসিয়া বাউরির ভক্তি এই বালির চিত্রকলায় দেখানো হয়েছে ৷ তার পাশে লেখা রয়েছে জয় জগন্নাথ ৷  

6 ফুটের এই বালুশিল্প তৈরি করতে মোট 5 টন বালি ব্যবহার করা হয়েছে ৷ পুরীর নীলাদ্রি সৈকতে রথযাত্রার আগের দিন এই শিল্প তৈরি করেন সুদর্শন ৷ যা দেখতে ভিড় জমান শত শত পর্যটক ৷ এই বালুশিল্পীকে প্রায়ই সমুদ্রসৈকতে অসাধারণ শিল্পকলা তৈরি করতে দেখা যায় ৷ বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দিতেও বালি দিয়ে চিত্র এঁকে থাকেন শিল্পী সুদর্শন ৷ রথযাত্রাতেও তাঁর তৈরি এই বালুশিল্প সকলের নজর কেড়েছে ও প্রশংসিত হয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.