ETV Bharat / state

Mamata Banerjee: প্রেসিডেন্সির ভরতি তালিকা নিয়ে পড়ুয়ার অভিযোগে ক্ষুব্ধ মমতা, শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

author img

By

Published : Jun 1, 2023, 5:15 PM IST

সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে ক্ষোভ উগড়ে দিল পড়ুয়ারা ৷ আর পড়ুয়াদের অভিযোগ পেয়ে সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ মমতার ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee

কলকাতা, 1 জুন: কৃতিদের সংবর্ধনা মঞ্চে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ পড়ুয়াদের ৷ তৎক্ষণাৎ অবশ্য সমাধানের রাস্তাও বাতলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী মঞ্চ থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে আলাদা করে নির্দেশও দিতে হল মুখ্যমন্ত্রীকে ৷

বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করে এক পড়ুয়া ৷ তার অভিযোগ, ফলপ্রকাশের আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভরতি তালিকা তৈরি হয়ে গিয়েছে। মঞ্চে বক্তব্য রাখতে উঠে যা নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেন মমতা। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীকে আলাদা করে নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম প্রেসিডেন্সি। প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার জন্য। কিন্তু সেখানেই এমন ঘটনা ঘটেছে যা নিয়ে রীতিমত মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন কৃতীরা। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীকে আলাদা করে নির্দেশও দিতে হল।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলা ধরে ধরে কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছিলেন, কথা বলছিলেন, তখন ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে একজন তাঁকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে অভিযোগ করে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে তিনি নিজেই বিষয়টির অবতারণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ছাত্র-ছাত্রীরা আমার কাছে অভিযোগ করেছে, তাদের ফলপ্রকাশের আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তাদের লিস্ট প্রকাশ করে দিয়েছে।" এরপরই শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, "ওদের বল, আরও একবার লিস্ট প্রকাশ করতে। যেহেতু আইএসসি এবং সিবিএসসি আগে ফল প্রকাশ করেছে, তাই হয়ত এই তালিকা দিয়েছে তারা। উচ্চমাধ্যমিকের ফল পরে প্রকাশিত হয়েছে তাই তারা বাদ পড়ে গিয়েছে। এক্ষেত্রে যারা আবেদন করতে চায় তারা যেন সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। কেউ যাতে বঞ্চিত না-হয় সেটা মাথায় রাখতে হবে।"

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি মেনেই চার বছরের স্নাতক কোর্স চালু রাজ্যে ! মমতার দাবি, এতে পড়ুয়াদেরই সুবিধা হবে

প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রীর কাছে তাদের পরিবারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা নিয়ে দাবি-দাওয়া থাকে ছাত্রদের। অনেকেই পরিবারের সদস্য বা কেউ বাবার চাকরির বদলি নিয়েও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করে। তবে এভাবে কোনও একটি বিশ্ববিদ্যালয়ের নামে ছাত্র-ছাত্রীদের সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করার ঘটনা এই প্রথম। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সরাসরি বিষয়টিকে নিজের বক্তব্যে নিয়ে এসে যেভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে সবাইকে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন, তাকে অভিনব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.