ETV Bharat / state

রাজ্যপালকে দিয়ে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে : মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 5, 2019, 3:23 PM IST

Updated : Dec 5, 2019, 3:29 PM IST

এর আগে শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক ইশুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল ধনকড় ৷ যার পালটা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল কাজ করছেন বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ রাজ্যপালের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ শুধু তাই নয়, বিধানসভা অধিবেশন থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী ৷

mamata
মমতা

কলকাতা , 5 ডিসেম্বর : ফের রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি ৷ বললেন, রাজ্যপালকে সামনে রেখে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে ৷ আজ একটি বেসরকারি বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের সর্বত্র সমান্তরাল সরকার চলছে । রাজ্যপালকে দিয়ে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে । লড়াই চলতে থাকুক দেখি কী হয় ।"

এরাজ্যের মানুষের কাছে রাজ্যপাল-রাজ্য সংঘাত এখন পরিচিত ঘটনা হয়ে উঠেছে ৷ কখনও রাজ্যপাল আবার কখনও রাজ্য সরকারের কোনও প্রতিনিধি একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন ৷ আজ বিধানসভার গেট বন্ধ দেখে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ করেন রাজ্যপাল ধনকড় ৷ এরাজ্যে গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন তিনি ৷ তাঁকে গেটের বাইরে প্রায় 18 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ৷ বিধানসভা গেটে যখন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলছেন তখন শহরে বেসরকারি এক বাণিজ্য সম্মেলনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনিও রাজ্যপালের বিরুদ্ধে পালটা আক্রমণ করেন ৷

সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের সর্বত্র সমান্তরাল সরকার চালানো হচ্ছে । রাজ্যপালকে দিয়ে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে । যার জন্য দুই দিনের বিধানসভার অধিবেশন স্থগিত করে দিতে হয়েছে । লড়াই চলতে থাকুক দেখি কী হয় ।"

এর আগে শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক ইশুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল ধনকড় ৷ যার পালটা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল কাজ করছেন বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ রাজ্যপালের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ শুধু তাই নয়, বিধানসভা অধিবেশন থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী ৷

Intro:কলকাতা , ৫ ডিসেম্বর: "রাজ্যের সর্বত্র সমান্তরাল সরকার চলছে । রাজ্যপালকে দিয়ে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে । লড়াই চলতে থাকুক দেখি কী হয়।" আজ একটি বেসরকারি বানিজ্য সম্মিলনে যোগ দিয়ে ঠিক এভাবেই নাম না করে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।


Body:আজ বিধানসভার গেটে যখন রাজ্যপাল জগদীপ ধনকর । তখন শহরে বেসরকারি এক বানিজ্য সম্মিলনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভূমিকা নিয়ে সম্মেলন মঞ্চ থেকে আক্রমণ শানালেন তিনি। কার্যত নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রাজ্যপালকে দিয়ে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ তোলেন তিনি। রীতিমতো তোপ দেগে মমতা বলেন, "রাজ্যের সর্বত্র সমান্তরাল সরকার চালানো হচ্ছে । রাজ্যপালকে দিয়ে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে । যার জন্য ২ দিনের বিধানসভার অধিবেশন স্থগিত করে দিতে হ্য়েছে। লড়াই চলতে থাকুক দেখি কী হয়।" প্রসঙ্গত, আজ সকালে বিধানসভার গেটের সামনে রাজ্যপালকে কেন্দ্র করে একপ্রস্ত নাটক হয়। প্রায় ১৮ মিনিট যাবত বন্ধ গেটের সামনে দাঁড়িয়েছিলেন রাজ্যপাল। সেখানে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি। তবে এটা নতুন নয়, বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসক শিবিরের সংঘাত অব্যাহত । আজ বিধানসভা যাওয়াকে কেন্দ্র করে সংঘাতের আরও একটি নতুন আবহ তৈরি হলো। এবারে নাম না করে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ তুলে সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রীও।


Conclusion:
Last Updated : Dec 5, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.