ETV Bharat / state

Notice to Jobseekers: কার্নিভালের দিন চাকরিপ্রার্থীদের ধরনায় নিষেধাজ্ঞা প্রশাসনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 9:08 PM IST

আগামি শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল ৷ আর সেই কারণেই নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ধরনা অবস্থানে নিষেধাজ্ঞা জারি করল ময়দান থানা ৷

Notice to Jobseekers
চাকরিপ্রার্থীদের ধরনায় নিষেধাজ্ঞা প্রশাসনের

কলকাতা, 26 অক্টোবর: রাত পোহালেই দুর্গা পুজোর কার্নিভাল । ইতিমধ্যেই এই বিশেষ অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে রেড রোড । কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে প্রায় একশোটিরও বেশি ক্লাব অংশ নেবে এই অনুষ্ঠানে । আর সেই কারণেই উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হল ময়দানে ধরনায় বসা চাকরিপ্রার্থীদের । ময়দান থানা থেকে চাকরিপ্রার্থীদের একটি ই-মেল করা হয়েছে ৷ শুক্রবার ময়দানে ধরনায় বসতে নিষেধ করা হয়েছে তাঁদের ।

কারণ কী? কারণ একটাই পুজো কার্নিভাল ৷ এই কার্নিভালে যাতে কোনও বিঘ্ন না-ঘটে সেই কারণেই বসতে নিষেধ করা হয়েছে তাঁদের ৷ বৃহস্পতিবার দুপুরে নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে এক মহামিছিলের ডাক দেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা । পুরো পুজোটাই তাঁরা কাটিয়েছেন গান্ধিমূর্তির পাদদেশে । তারপর পুজো মিটতেই বৃহস্পতিবার এক মহামিছিলের ডাক দেন তাঁরা । আর এরপরেই তাঁদের ধরনায় বসায় নিষেধাজ্ঞা জারি করা হয় ময়দান থানার পক্ষ থেকে ।

এই বিষয়ে চাকরিপ্রার্থীরা বলেন, "আমারা সহোযোগিতা করব । কালকের অনুষ্ঠানের জন্য আমরা আমাদের ধরনা অবস্থান বন্ধ রাখব।" এইটাই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে চাকরিপ্রার্থীদের আন্দোলনে বসতে নিষেধ করেছিল পুলিশ । বিশেষ করে যখনই কোনও অনুষ্ঠান থাকে, তখনই এমন ধরনা বা অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয় পুলিশের তরফে । এবারও তার ব্যতিক্রম হল না ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুর জেল মিউজিয়ামে শিল্পপতীদের নিয়ে বিজয়া সম্মেলনী

প্রসঙ্গত, রাজ্য়ে চাকরিপ্রার্থীদের ধরনার বিষয়টি এখন যেন অতি পরিচিত বিষয় হয়ে উঠেছে ৷ নিয়োগের দাবিতে কয়েকশো দিন আগে ধর্নায় বসেছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা ৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজনৈতিক নেতারা তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন ৷ কিন্তু তারপরেও সমস্য়া কোনও সমাধান হয়নি ৷ তাই আবার তাঁদের বসতে হয়েছে ধরনায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.