ETV Bharat / state

Pay and Use Toilets in Kolkata: শহরের সুলভ শৌচালয় হার মানাবে তিনতারা হোটেলকেও! চমক কলকাতা পৌরনিগমের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 2:13 PM IST

পুজোর আগে নাগরিকদের জন্য নয়া উপহার ৷ মহানগরের রাস্তায় তিনতারা হোটেলের মতো সুলভ শৌচালয় গড়ল কলকাতা পৌরনিগম ৷

Pay and Use Toilets in Kolkata
কলকাতার সুলভ শৌচালয়

কলকাতার রাস্তায় সুলভ শৌচালয় যেন তিনতারা হোটেল

কলকাতা, 12 অক্টোবর: নীল-সাদা অপরিচ্ছন্ন, দুর্গন্ধময়, ভাঙা সুলভ শৌচালয় আর নয় । এবার কলকাতার রাস্তায় মিলবে তিনতারা হোটেলের আমেজ ৷ মহানগরের বিলাসবহুল হোটেলের মতো শৌচালয় তৈরি করল কলকাতা পৌরনিগম । দেশের মধ্যে কলকাতায় এই প্রথম এমন নজির ৷ এমনটাই দাবি মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দারের । তাঁর মতে, অন্যান্য রাজ্য এবং শহর এরপর কলকাতাকে অনুকরণ করবে ৷

কলকাতার প্রতিটি ওয়ার্ডে বিলাসবহুল শৌচালয়

লক্ষ লক্ষ মানুষ রোজ বিভিন্ন জেলা থেকে কাজে বা অন্যান্য দরকারে কলকাতায় আসেন ৷ সেইসব নাগরিকদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই এই নয়া পদক্ষেপ পৌরনিগমের । ইতিমধ্যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কলকাতা জুড়ে তৈরি হয়ে গিয়েছে 101টি এমন অত্যাধুনিকমানের সুলভ শৌচালয় । এখানেই শেষ নয়, স্বপন সমাদ্দার জানিয়েছেন, সুন্দর সৌখিন এই পে অ্যান্ড ইউজ সুলভ শৌচালয় আরও 201টি তৈরি হবে মহানগরের 144টি ওয়ার্ডে ৷ তবে তা হবে কয়েক ধাপে ।

কত টাকা দিতে হবে সুলভ ব্যবহারে ?

কলকাতাবাসীর অনেকদিন ধরেই অভিযোগ ছিল, সুলভের বাইরে থেকে দুর্গন্ধ বোরোয় ৷ নাকে চাপা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় । ঢুকলেও দেখা যায়, চারদিকে নোংরা, কোথাও আবার জলের সংযোগটাও নেই । তার উপরে অনেক জায়গায় বাড়তি পয়সা দাবি করে । আমজনতার এমনই অভিজ্ঞতারই বদল ঘটতে চলেছে এবার । আর এই গোটা ধারনাটাই বদলে দিচ্ছে কলকাতা পৌরনিগম । নয়া সুলভ শৌচালয় একদম ঝা চকচকে ৷ আর এই পরিষেবা পাওয়া যাবে 5 থেকে 10 টাকা মূল্যেই ৷ এই টাকা দিয়ে কলকাতায় সুলভ শৌচালয় ব্যবহার করতে পারবে যে কেউ ৷ এ দিন এই শৌচালয়গুলি পরিদর্শন করেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার নিজেই ।

বিশেষভাবে সক্ষমদের জন্য সুলভে থাকছে র‍্যাম্প

এই প্রথম 'পে অ্যান্ড ইউজ' সুলভ শৌচাগারে থাকবে র‍্যাম্প । এর ফলে অনায়াসে বিশেষভাবে সক্ষমরাও শৌচাগারে হুইল চেয়ারে করে উঠতে পারবেন । জানা গিয়েছে, এই এক একটি শৌচালয় নির্মাণে খরচ হয়েছে প্রায় 5-7 লক্ষ টাকা । পুজোর মুখে মহালয়ার দিন ইতিমধ্যে তৈরি হওয়া 101টি এমন পে অ্যান্ড ইউজ শৌচালয় নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে । এই সমস্ত জায়গায় পরিদর্শন করে একথাই জানান স্বপন সমাদ্দার । তিনি বলেন, "থ্রি স্টার হোটেলের আদলেই তৈরি এই নতুন পে অ্যান্ড ইউজ শৌচালয়গুলি । এ গুলি তৈরির যাদের টেন্ডারে দেওয়া হচ্ছে তাদের রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে কঠিন শর্ত দেওয়া হয়েছে । যাতে আমজনতা সে পুরুষ, মহিলা হোক বা শিশু, হাইজিনঘটিত কোনও রোগ না হয় । পরিষ্কার পরিচ্ছন্নতা যেন প্রতি মুহূর্তে বজায় থাকে । উন্নতমানের পরিষেবা নাগরিকদের দিতে আমরা বদ্ধপরিকর ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.