ETV Bharat / state

Hospital Fire History: রাজ্য থেকে দেশ, ফিরে দেখা চিকিৎসা ক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ইতিহাস

author img

By

Published : Nov 18, 2022, 1:42 PM IST

Look Back at Hospitals Horrific Fire History After SSKM Fire
Look Back at Hospitals Horrific Fire History After SSKM Fire

এসএসকেএম হাসপাতালে (SSKM Fire) অগ্নিকাণ্ডের ঘটনায় ফের রাজ্যের হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে ইটিভি ভারত ফিরে দেখল, রাজ্য তথা দেশের এমনই কিছু হাসপাতালে আগুনের ইতিহাস (Look Back at Hospitals Horrific Fire History) ৷

কলকাতা, 18 নভেম্বর: বৃহস্পতিবার রাতে কলকাতা তথা এশিয়ার অন্যতম সেরা সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর ইমার্জেন্সি বিল্ডিংয়ে আগুন (SSKM Fire) লাগার ঘটনা ঘটে ৷ দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে, দেশের অন্যতম সেরা হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী নিরাপত্তা এবং হাসপাতালের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে (Look Back at Hospitals Horrific Fire History) ৷

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও কলকাতা তথা রাজ্যের একাধিক হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ সেই সময়ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এমনই কিছু ঘটনা ফিরে দেখল ইটিভি ভারত ৷

জলাইগুড়ি সদর হাসপাতাল

এ বছর 22 মার্চ জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের রেকর্ড বিভাগে আগুন লাগে ৷ কালো ধোঁয়ায় ভরে যায় সম্পূর্ণ এলাকা ৷ বহু নথি পুড়ে নষ্ট হয়ে যায় এই অগ্নিকাণ্ডে ৷ আর সেই ঘটনায় অল্পের জন্য বেঁচে যায়, জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের রেকর্ড বিভাগ ৷ দমকলের তরফে অভিযোগ করা হয়েছিল, প্রশাসনিক ভবনে কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ৷ সেই ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিল বিরোধী বিজেপি ৷

উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল

হাওড়ার উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের স্টোররুমে আগুন লেগে যায় ৷ 2019 সালের সেই ঘটনায় ব্যাপক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে হাসপাতালের তরফে দাবি করা হয় ৷

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের বিল্ডিংয়ে 2019 সালের 29 অগস্ট আগুন লাগে ৷ যে ঘটনায় কপাল জোরে প্রাণে বাঁচে নবজাতক এবং অন্যান্য প্রসূতিরা ৷ সেখানেও হাসপাতালের এমন একটি বিভাগে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷

আমরি হাসপাতাল

তবে, শুধু সরকারি হাসপাতাল নয় ৷ শহর কলকাতা তথা রাজ্যের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে ঢাকুরিয়ার আমরি হাসপাতাল ৷ 11 বছর আগে 2011 সালে 9 ডিসেম্বর ভোরের সেই ঘটনা আজও শহরবাসীকে আতঙ্কিত করে তোলে ৷ মোট 93 জনের মৃত্যু হয়েছিল ৷ বাড়িতে ফোন করে অনেক রোগীই জানিয়েছিলেন সেই আগুন লাগার খবর ৷ তাঁদের মধ্যে অধিকাংশই কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছিলেন ৷ ভয়াবহ সেই দৃশ্য আজও অনেকে স্মৃতিতে বয়ে নিয়ে বেড়াচ্ছেন ৷

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

এতো গেল রাজ্যের কথা ৷ করোনার সময় দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত-সহ দেশের বহু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷

যার মধ্যে মহারাষ্ট্রের ভিরার এলাকার কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল ৷ মহারাষ্ট্রের মুম্বইয়ে ভান্ডুপ এলাকায় একটি করোনা হাসাপাতালে 2021 সালের 26 মার্চ আগুন লাগে ৷ যে ঘটনায় 10 জন করোনা রোগীর মৃত্যু হয় ৷ সেই ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুম্বইবাসী এবং মৃতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন ৷

মধ্যপ্রদেশের জবলপুরের 1 অগস্ট একটি বেসরকারি হাসপাতালে, অগ্নিদগ্ধ হয়ে প্রায় 10 জন রোগীর মৃত্যু হয়েছিল ৷ এ বছর 14 মে করোনার তৃতীয় ঢেউ শিখরে থাকাকালীন পঞ্জাবের অমৃতসরে গুরু নানক হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে ৷ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার থেকে শুরু করে, ইমার্জেন্সি এক্সিট ৷ প্রায় সর্বত্র আগুনের গ্রাসে চলে গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.