ETV Bharat / state

Left Agitation on Manipur Issue: মণিপুরে নিয়ে প্রতিবাদে সোমবার মৌলালীতে অবস্থান-বিক্ষোভে বামেরা

author img

By

Published : Jul 23, 2023, 8:01 PM IST

Left Front Called Sit in Protest in Moulali Crossing
মৌলালীতে অবস্থান-বিক্ষোভের ডাক বামেদের

Left Front Called Sit in Protest in Moulali Crossing: মণিপুর ইস্যুতে মৌলালীতে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে বামেরা ৷ সোমবারের ব্যস্তদিনে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিক্ষোভ ৷

কলকাতা, 23 জুলাই: গত 3 মে থেকে অশান্ত মণিপুর ৷ নির্বিচারে খুন থেকে মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় বিধ্বস্ত সেই রাজ্য ৷ প্রতিবাদে মণিপুরের সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে অবস্থান-বিক্ষোভের ডাক দিল বামেরা ৷ রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রবিবার একথা জানান ৷ মণিপুরে নারী নির্যাতনে অভিযুক্তদের কঠোর শাস্তি এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে সোমবার মৌলালী মোড়ে বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে ৷

এই কর্মসূচি নিয়ে বিমান বসু বলেছেন, ‘‘গত আড়াই মাস মণিপুরের নাগরিক জীবন জাতিদাঙ্গায় দীর্ণ-বিদীর্ণ ৷ ইতিমধ্যে প্রায় দেড়শোর বেশি নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে ৷ বহু মানুষ বিভিন্ন ক্যাম্পে জীবনযাপন করছেন ৷ মণিপুরের দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ এই ভিডিয়ো প্রকাশিত হওয়ার পর পুনরায় মণিপুরের নাগরিক জীবন অগ্নিগর্ভ হয়ে উঠেছে ৷ কোথাও কোথাও আবার নতুন করে বাড়িঘর জ্বলছে ৷’’

প্রায় তিনমাস পেরোতে চললেও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়ায় কেন্দ্র এবং সে রাজ্যের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন বিমান বসু ৷ শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন বিমান বসু ৷ তিনি বলেন, ‘‘উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যের বিজেপি পরিচালিত সরকার ও কেন্দ্রীয় সরকার যথা সময় অশান্তি দমন করতে ব্যর্থ ৷ তাই সেখানে এখনও নাগরিক জীবন বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে ৷’’

আরও পড়ুন: 'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

গত 3 মে মেইতেইদের সংরক্ষণের দাবির প্রতিবাদে আদিবাসী কুকিদের মিছিলের পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ যে ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে ৷ অসংখ্য বাড়িঘর ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে ৷ স্থানীয় প্রশাসনের তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল সেখানে ৷ কিন্তু, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কুকি আদিবাসী যুবতীর উপর যৌন নির্যাতনের ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ যা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া অবস্থানের জেরে নড়েচড়ে বসে মণিপুরের ও কেন্দ্রে বিজেপি সরকার ৷ এবার সেই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মৌলালীতে অবস্থান-বিক্ষোভের ডাক দিল বামেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.