Kolkata Police: মানিকতলায় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু লালবাজারের

Kolkata Police: মানিকতলায় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু লালবাজারের
Man Unnatural Death: মঙ্গলবার সকালে কালীপুজোর ভোগ বিতরণকে কেন্দ্র করে বচসার জের ৷ রাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ মারধরের কারণে মৃত্যু বলে অভিযোগ পরিবারের ৷ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু কলকাতা পুলিশের ৷
কলকাতা, 16 নভেম্বর: কালীপুজোর ভোগ বিতরণকে কেন্দ্র করে বচসা ৷ আর সেই বচসার জেরে মানিকতলায় অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল লালবাজার । এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন । আর সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করার পরে ঘটনায় অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে ।" তবে এখনও এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ । মৃতের নাম অনিল রজক (47) ৷ তিনি মানিকতলা থানার বিডন স্ট্রিট এলাকার ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা ।
বৃহস্পতিবার লালবাজারের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে অনিলের মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি চিহ্নিত হয়েছে । তাছাড়া তাঁর পাকস্থলীতে মদের নমুনা পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, মৃত্যুর আগে মদ্যপান করেছিলেন তিনি । জানা গিয়েছে, স্থানীয় একটি গাড়ির গ্যারাজে মিস্ত্রি হিসাবে কাজ করতেন অনিল । বুধবার সকাল 8টা নাগাদ খবর পেয়ে অনিলের বাড়িতে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ । এরপরে তড়িঘড়ি তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতের আত্মীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে, মঙ্গলবার রাতে পেটের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছিলেন অনিল । তাঁকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল । কিন্তু পথেই যুবকের মৃত্যু হয় । কিন্তু আবার তাঁর দেহটি বাড়িতে ফিরিয়ে আনেন পরিবারের সদস্যেরা । বুধবার সকালে খবর পায় পুলিশ ।
এই বিষয়ে গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 11টা নাগাদ স্থানীয় একটি কালীপুজোর মণ্ডপে ভোগ বিতরণকে কেন্দ্র করে বচসার জেরে সুকুমার দাস এবং শিবা বলে দুই ব্যক্তি অনিলকে মারধর করেছিলেন । কিন্তু স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায় যে অনিলই প্রথমে সুকুমারকে শারীরিকভাবে হেনস্তা করেন । পরে সুকুমারের অন্যান্য বন্ধুরা তাঁকে প্রতিশোধ স্বরূপ বেধড়ক মারধর করে । তদন্তকারীদের ধারণা, মদ্যপ অবস্থায় অনিলের পেটে আঘাত লাগে ৷ যার জেরে তাঁর মৃত্যু হয়েছে ।
আরও পড়ুন:
