ETV Bharat / state

Lake Police arrests thief: কষ্ট হয় গরমে, বাইক কিনে আরামে চুরির ছক ! শ্রীঘরে বাগুইআটির তরুণ

author img

By

Published : Apr 28, 2022, 12:06 PM IST

lake-police-arrests-man-who-has-theft-things-riding-bike
কষ্ট হয় গরমে, বাইক কিনে আরামে চুরির ছক ! শ্রীঘরে বাগুইআটির তরুণ

কষ্ট হয় গরমে, তাই পুরনো একটি বাইক কিনে আরামে চুরির ছক কষেছিল এক তরুণ (Lake Police arrests thief)৷ তবে পুলিশি তৎপরতায় বাগুইআটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে (Thief rides bike)৷

কলকাতা, 28 এপ্রিল: গ্রীষ্মের দাবদাহ চলছে রাজ্যে । গরমের চোটে স্কুল-কলেজ বন্ধ হওয়ার জোগাড় । দিনের বেলা রাস্তাঘাট প্রায় জনমানবহীন । এই গরমে গণপরিবহণে চড়ে চুরি করাও কষ্টের ! তাই অভিনব কায়দায় একটি পুরনো বাইক কিনে (Thief rides bike) শহরের রাজপথে চুরি করার ছক কষেছিল এক যুবক । যদিও শেষ রক্ষা হল না । গোটা ঘটনায় বাধ সাধল এলাকার সিসিটিভি ফুটেজ । ঘটনাটি ঘটেছে লেক গার্ডেন্স এলাকায় (Lake Police arrests thief)।

জানা গিয়েছে, লেক থানার (Kolkata news) আওতাধীন লেক গার্ডেন্সের একটি হোটেলে আচমকাই ঢুকে পড়ে কানাই নামে 19 বছরের এক তরুণ । অভিযোগ, সংশ্লিষ্ট হোটেলের ম্যানেজার বাথরুমে গেলে তার প্যান্টের উপর নজর পড়ে অভিযুক্তের । হোটেলের বাথরুমের বাইরে রাখা হোটেল ম্যানেজারের প্যান্টের সামনে যেতেই তার চোখে পড়ে পকেটে রাখা 500 টাকার বান্ডিল । তাই দেখে নিজের প্যান্ট খুলে সেখানে রেখে, সেই হোটেল ম্যানেজারের প্যান্ট পরে নেয় তরুণ ৷ এরপর সেই প্যান্টে থাকা টাকা এবং মোবাইল নিয়ে সে চলে যায় মধ্য কলকাতায় একটি গ্যারাজে ।

সেখান থেকেই 40 হাজার টাকায় একটি পুরনো বাইক কেনে সে । এরপর বেশ কয়েক দিন ধরে সেই বাইকে চড়েই গরমের মধ্যে বিভিন্ন এলাকায় রেইকি করে বেড়াতো অভিযুক্ত । ঘটনার তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ফুটেজ এবং হোটেলের বাইরের রাস্তার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে পুলিশ ৷ এরপর বাগুইআটি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় (thief arrested)৷ উদ্ধার হয় তার বাইকটিও ।

lake-police-arrests-man-who-has-theft-things-riding-bike
উদ্ধার হওয়া চুরির জিনিস

আরও পড়ুন: Nanny Arrests for Theft in Durgapur : দুর্গাপুরে 3 লক্ষ টাকার গয়না চুরি, বমাল ধৃত আয়া

তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা । পুলিশ সূত্রে খবর, জেরায় প্রাথমিক ভাবে সে পুলিশকে জানিয়েছে, এই দাবদাহে বাসে করে বিভিন্ন এলাকায় ঘুরতে তার বেজায় কষ্ট হত । চুরি করার জন্য একেক দিন একেকটি এলাকাকে তাকে চিহ্নিত করতে হত । এই গরমে পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করা বা চুরির জন্য রেইকি করা অত্যন্ত মুশকিলের কাজ ছিল । তারপরেই সে ঠিক করে যে, একটি পুরনো বাইক কিনে সেই বাইক নিয়ে বিভিন্ন এলাকায় চুরি করবে । তবে সেই বাইক কেনার টাকা যে ওই হোটেল ম্যানেজারের প্যান্টের পকেট থেকেই সে পেয়ে যাবে, এমনটা ভাবতে পারেনি অভিযুক্ত । সে দিন সেই টাকা চুরি করার পর আর সে দেরি করেনি ৷ সঙ্গে সঙ্গে কিনে ফেলে একটি পুরনো বাইক ৷ তাতে চড়েই চুরির প্রস্তুতিও শুরু করে দেয় ৷ তবে আরাম করে চুরি করা তার আর হয়ে উঠল না পুলিশ তৎপরতায় (Lake police arrests man who has theft things riding bike)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.