ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীদের বক্তব্য আদালতের নির্দেশে মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, বিস্ফোরক কুণাল

author img

By

Published : Jun 21, 2023, 6:12 PM IST

Updated : Jun 21, 2023, 6:49 PM IST

আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশের সমালোচনায় তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি অভিযোগ করলেন, বিরোধীরা যা বলতে ও শুনতে চাইছে, তা যদি বিচারপতিদের মাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছে ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের পর্যবেক্ষণের সমালোচনা কুণাল ঘোষের

কলকাতা, 21 জুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও মনোনয়নে নির্বাচনী নথি বিকৃতির অভিযোগে বুধবার রাজ্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছেন বিচারপতি অমৃতা সিনহা ৷ পাশাপাশি, নির্বাচনী নথি বিকৃতি করা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের এই নির্দেশের সরাসরি সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি দাবি করেছেন, বিরোধীদের বক্তব্য প্রতিধ্বনিত হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মুখে ৷ এমনই বিস্ফোরক মবন্ত্য করলেন তিনি ৷

এদিন কুণাল দাবি করেন, ‘‘আদালত কী রায় দিয়েছে, বা সেখানে বিচারপতি কী মন্তব্য করেছেন ? তা নিয়ে আমার কিছু বলার নেই ৷’’ এ কথা বলেও তিনি আদালতের রায় তথা পর্যবেক্ষেণের সমালোচনা করেন ৷ কুণাল বলেন, ‘‘বিরোধীরা যা বলতে ও শুনতে চাইছে, তা যদি বিচারপতিদের মাধ্যমে প্রতিধ্বনিত হয় ৷ তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক ৷’’ উল্লেখ্য, উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের বিডিও দফতরে পঞ্চায়েত নির্বাচনের নথি বিক্রিত করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে বুধবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে শুনানি ছিল ৷ সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

কিন্তু, রাজ্যের বিভিন্ন জায়গায় যে সব হিংসার ছবি উঠে আসছে ৷ সে নিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ৷ সরাসরি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে উল্লেখ করে তাঁর মন্তব্য, ‘‘নির্বাচন কমিশনার যদি, নির্বাচন পরিচালনা না করতে পারেন ৷ তাহলে তিনি দায়িত্ব ছেড়ে দিন ৷ রাজ্যপাল প্রয়োজনে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন ৷’’

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নথি বিকৃতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

এমনকি সালানপুরে দম্পতি বিজেপি প্রার্থী তাঁদের দেড়মাসের সন্তানকে নিয়ে লুকিয়ে ছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে ৷ সেই ঘটনার প্রসঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সিনহা মন্তব্য করেন, ‘‘যদি একটা পঞ্চায়েত নির্বাচনে এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয় ৷ তাহলে এই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত ৷’’ কমিশনকে করা এই ভর্ৎসনায় এদিন বিরোধী তো বটেই, আদালতেরও সমালোচনা করেন কুণাল ঘোষ ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, রাজ্যের কয়েকটি ব্লকে বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি করছে ৷ রক্তপাত ও হিংসার ঘটনা ঘটাচ্ছে ৷ যাতে বিচারপতিরা টেলিভিশনের পর্দায় সেগুলি দেখে প্রভাবিত হন ৷

আরও পড়ুন: কমিশনকে 80 হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

তবে, কি বিচারপতিরা টেলিভিশন ও সংবাদমাধ্যম দেখে রায় দেন ? এমনটাই কি বলতে চাইলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ? এমনকি তিনি এও দাবি করেন, রাজ্যের 61 হাজার বুথে কোনও অশান্তির ঘটনা ঘটেনি ৷ সেগুলির বিচারপতিরা দেখতে পান না ৷ আদালতের রায় নিয়ে মন্তব্য করবেন না বলেও, সমালোচনা করতে ছাড়েননি কুণাল ঘোষ ৷

Last Updated : Jun 21, 2023, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.