ETV Bharat / state

Kolkata Woman Died: বাঁকা চোখে দেখত সমাজ, সুইসাইড নোট লিখে মুম্বইয়ে আত্মঘাতী কলকাতার ট্রান্সজেন্ডার মহিলা

author img

By

Published : Mar 7, 2023, 10:53 PM IST

Etv Bharat
মুম্বইয়ে আত্মঘাতী কলকাতার ট্রান্সজেন্ডার মহিলা

মুম্বইয়ে আত্মঘাতী এ শহরের ট্রান্সজেন্ডার মহিলার (Kolkata woman dies by suicide after gender transition in Goregaon) ৷ লিঙ্গান্তরিত হওয়ার পর বাঁকা চোখে দেখছিল সমাজ, তাই চরম সিদ্ধান্ত ৷ সুইসাইড নোটে লিখলেন কলকাতার জোয়ান্না ৷

মুম্বই, 7 মার্চ: সম্প্রতি লিঙ্গ বদলে পুরুষ থেকে নারী হয়েছিলেন ৷ আদতে কলকাতার বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বই ৷ মঙ্গলবার গোরেগাঁওয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল 37 বছর বয়সি এ শহরের ট্রান্সজেন্ডার মহিলার দেহ (Kolkata woman dies by suicide after gender transition in Goregaon) ৷ সুইসাইড নোট দেখে পুলিশ জানতে পারে অস্ত্রোপচারের মাধ্যামে লিঙ্গান্তরিত হওয়ার পরবর্তী অধ্যায়টা কোনও কারণে সুখের হচ্ছিল না, সেই কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ পুলিশ জানিয়েছে মৃতের নাম জোয়ান্না, তবে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে ময়নাতদন্তের পরই ৷

কলকাতা নিবাসী জোয়ান্না গত 2018-তে কর্মসূত্রে কলকাতা ছেড়ে মুম্বইয়ে এসে বসবাস শুরু করেন বলে জানিয়েছে পুলিশ ৷ সেখানে এক সহকর্মীর সঙ্গে ঘরভাড়া করে থাকতেন তিনি ৷ ট্রান্সজেন্ডার ওই মহিলার সহকর্মী মঙ্গলবার সকালে সেলুনে গেলে আত্মহত্যার পথ বেছে নেন জোয়ান্না ৷ সকাল সাড়ে দশটা নাগাদ ঘরে ফিরে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখেন তাঁর সহকর্মী ৷

গোরেগাঁওয়ের কাপাডিয়া হাসপাতালে তড়িঘড়ি জোয়ান্নাকে নিয়ে যান তাঁর বন্ধুই ৷ কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ৷ চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন জোয়ান্নাকে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে ৷ দ্রুত গোরেগাঁওয়ে আত্মঘাতী জোয়ান্নার ঘরে পৌঁছয় পুলিশ ৷ সেখানে পৌঁছে একটি সুইসাইড নোট উদ্ধার করে তারা ৷ সেটি পড়েই আত্মহত্যার কারণ জানতে পারে পুলিশ ৷

আরও পড়ুন: এসইউভি পিষে দিল 5 পরিযায়ী শ্রমিককে, গুরুতর আহত 4

সুইসাইড নোটে জোয়ান্না জানান, লিঙ্গ পরিবর্তনের পর সমাজ তাঁকে বাঁকা চোখে দেখতে শুরু করেছিল ৷ যা ক্রমেই অবসাদগ্রস্ত করে তুলেছিল জোয়ান্নাকে ৷ আর সে কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে তদন্ত তাতে থেমে থাকেনি ৷ জোয়ান্নার রুমমেটের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে তাঁরা ৷ রহস্যমৃত্যু মামলা রুজু করা হয়েছে পুলিশের ঘটনায় ৷ আত্মঘাতী জোয়ান্নার পরিবারের কাছে খবর গিয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.