ETV Bharat / bharat

Migrant workers killed: এসইউভি পিষে দিল 5 পরিযায়ী শ্রমিককে, গুরুতর আহত 4

author img

By

Published : Mar 7, 2023, 7:17 PM IST

প্রতিদিনের মতোই কাজে যাচ্ছিলেন 9 পরিযায়ী শ্রমিক (Five Migrant Laborers Killed)৷ হঠাৎ একটি ইনোভা গাড়ি এসে তাদের পিষে দিয়ে চলে যায় ৷

Etv Bharat
দুর্ঘটনার পর ইনোভা গাড়ির অবস্থা

সোলান (হিমাচল প্রদেশ), 7 মার্চ: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ পরিযায়ী শ্রমিক (Migrant Laborers Killed in Accident)৷ গুরুতর আহত হলেন চার ৷ মঙ্গলবার সকাল 9টা নাগাদ হিমাচল প্রদেশের সোলান জেলার ধরমপুরে কালকা-সিমলা 5 নম্বর জাতীয় সড়ক দিয়ে হাঁটছিলেন বেশ কয়েকজন শ্রমিক ৷ তখনই একটি দ্রুতগামী ইনোভা গাড়ি তাদের চাপা দেয় ৷ নিহত ও আহতরা সবাই কাজে যাচ্ছিলেন ৷ সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটে (Five Migrant Laborers Killed in Himachal Pradesh) ৷ তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ স্থানীয় কর্তৃপক্ষ ও আহত-সহ পথচারীদের সঙ্গে কথা বলে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ইনোভা গাড়ির চালককে আটক করে ৷ আহত চারজনকে ধরমপুরের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ এরমধ্যে একজনকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআই) চণ্ডীগড়ে রেফার করা হয় ৷ জানা গিয়েছে, ট্যাক্সিটি সোলান থেকে পারওয়ানু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ গাড়িটি যখন সুক্কি ঝোরির পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শ্রমিকদের দলটির উপর দিয়ে চলে যায় ৷ ট্যাক্সি চালক-সহ মোটর চালকরা ইমারজেন্সি সার্ভিস আধিকারিক খবরে দিলে তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷

Accident in Himachal
ঘাতক ইনোভা গাড়ি

ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হিন্দিতে টুইট করে জানান, সোলানের ধরমপুরের কাছে রাস্তার ধারে হাঁটতে থাকা 7 থেকে 9 জন শ্রমিককে একটি দ্রুতগামী গাড়ি চাপা দেয় ৷ এই ঘটনায় 5 শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং বাকি শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক ৷ ঈশ্বর নিহতদের আত্মার শান্তি দিক এবং আহত শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠুক ৷

  • सोलन के धर्मपुर के पास एक तेज रफ्तार गाड़ी द्वारा सड़क के किनारे चल रहे करीब 7से9मजदूरों को कुचल देने की दुःखद खबर है। इस हादसे में 5 मजदूरों की मौत हो गई है और बाकी मजदूर काफी गंभीर हालत में हैं ।भगवान मृतकों की आत्मा को शांति प्रदान करें व घायल मजदूर जल्द से जल्द स्वस्थ हों। pic.twitter.com/nPxKOxD2ps

    — Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) March 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস বিধায়ক (কসৌলি বিধানসভা) বিনোদ সুলতানপুরি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের দেখে চিকিৎসকদের থেকে খোঁজখবর নেন তাদের বিষয়ে ৷ সোলানের পুলিশ সুপার বীরেন্দ্র শর্মাও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ ঘাতক ইনোভার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ ৷ এমনকি দুর্ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

আরও পড়ুন : এসি বিস্ফোরণে কর্ণাটকে মৃত্যু মা ও দুই সন্তানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.