ETV Bharat / state

গরম থেকে আপাতত রেহাই নেই, আগামী 2 দিন চড়বে পারদ

author img

By

Published : Apr 28, 2019, 8:24 PM IST

আগামী 2 দিনে চড়বে তাপমাত্রার পারদ । পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।

ছবিটি প্রতীকী

কলকাতা, 28 এপ্রিল: আগামী 2 দিন চড়বে তাপমাত্রার পারদ । ফলে অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ । পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।

কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে । কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আবহাওয়া অফিসের পূর্বাভাস, বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে । কিন্তু তাতে গরমের হাত থেকে রেহাই পাবে না রাজ্যবাসী । বরং পশ্চিমের গরম হাওয়ার জেরে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে ।

উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে আগামী 48 ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার ফলেই উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস । রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলোয় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস । বাঁকুড়া 41.3 ডিগ্রি, বীরভূমে 41 ডিগ্রি, পুরুলিয়ায় 40.3 ডিগ্রি, আসানসোলে 41 ডিগ্রি ও ঝাড়গ্রামে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দু'দিনে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিলেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি আবহাওয়া অফিস ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.