ETV Bharat / state

6 জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি, কলকাতায় পারদ নেমে 11.4 ডিগ্রি সেলসিয়াস

author img

By

Published : Dec 21, 2020, 10:41 AM IST

Updated : Dec 21, 2020, 11:28 AM IST

উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে । তার মধ্যে বিহার ও উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহ চলবে । এর প্রভাবে বাংলায়ও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস ।

Weather update
আবহাওয়ার আপডেট

কলকাতা , 21 ডিসেম্বর : রাজ্যে শীতের দাপট অব্যাহত । দক্ষিণবঙ্গের ছয় জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী 48 ঘণ্টায় জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । গতকাল পানাগড়ে তাপমাত্রার পারদ কমে দাঁড়িয়েছিল 5 ডিগ্রি সেলসিয়াস । আজও সব জেলাতেই তাপমাত্রার পারদ 10 ডিগ্রির নিচে রয়েছে । অন্যদিকে , কলকাতায় আরও একধাপ কমল তাপমাত্রা । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস ।

উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে । এর প্রভাবে বাংলায়ও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । তবে এই শীতের দাপট বেশিদিন স্থায়ী হবে না । মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে । বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে । দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 13 ডিগ্রির আশেপাশেই থাকবে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাজ্যে শীতের অনুভূতি কিছুটা হলেও থাকবে ।

আরও পড়ুন , কলকাতায় মরশুমের শীতলতম দিন


গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ । সর্বনিম্ন 42 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রির কাছাকাছি থাকবে ।

Last Updated : Dec 21, 2020, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.