ETV Bharat / state

Kolkata Police Summon GST Officers: নূরের গুপ্তচরবৃত্তির তথ্য জানতে 7 জিএসটি আধিকারিককে তলব লালবাজারের

author img

By

Published : Aug 4, 2023, 7:53 PM IST

ETV Bharat
ফাইল ছবি

গত 21 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেফতার কপা হয় নূর আমিন নামে এক ব্যক্তিকে ৷ তদন্তে নেমে নূরের বিরুদ্ধে একাধিক নতুন তথ্য জানতে পেরেছে পুলিশ ৷

কলকাতা, 4 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গত 21 জুলাই কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত নূর আমিন সরাসরি জিএসটি দফতরের হয়ে গুপ্তচরের কাজ করত । আলিপুর আদালতে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছে পুলিশ । বর্তমানে জেল হেফাজতে রয়েছে নূর । এবার তার সেই গুপ্তচরবৃত্তির বিস্তারিত তথ্য পাওয়ার জন্য 7 জন জিএসটি আধিকারিককে তলব করেছে কলকাতা পুলিশ ।

জানা গিয়েছে নূর ছাড়াও এই ঘটনায় বিশ্বজিৎ রানা বলে আরও একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ । ঘটনার দিন নূরের কাছ থেকে একাধিক কেন্দ্রীয় এজেন্সির আইডি কার্ড উদ্ধার হয়েছিল, যদিও বা সেই আইডি কার্ডগুলি প্রত্যেকটি ফেক । তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, বিশ্বজিৎ রানা বলে ওই ব্যক্তি নূরকে ওই সকল নকল আইডি কার্ডগুলি বানিয়ে দিত । লালবাজার সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরে নূর কলকাতায় জিএসটি দফতরের একাধিক ডিরেক্টর জেনারেলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে । মূলত যে সমস্ত শিল্পপতি এবং ব্যবসায়ীরা জিএসটি কর ফাঁকি দিত তাদের নামের তালিকা-সহ একটি বিস্তারিত রিপোর্ট নূর সেই জিএসটি আধিকারিকদের হাতে তুলে দিত । এইভাবেই নূর জিএসটি দফতরের হয়ে গুপ্তচরের কাজ করত বলে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা ।

আরও পড়ুন: কলকাতার জিএসটি দফতরের গুপ্তচর হিসেবে কাজ করতেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধৃত নূর

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের বাইরে একটি গাড়িতে 21 জুলাই বসেছিল নূর । সন্দেহ হওয়াতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বিভিন্ন চমকে দেওয়ার মতো তথ্য জানতে পারেন কলকাতা পুলিশের আধিকারিকরা ৷ নিজেকে কখনও পুলিশ আধিকারিক আবার কখনও সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিক, আবার কখনও ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দা হিসেবে পরিচয় দেয় নূর ৷ পরবর্তীকালে কালীঘাট থানায় একটি মামলা রুজু করে কলকাতা পুলিশের গোয়েন্দারা, গ্রেফতার করা হয় তাকে ৷ তোলা হয় আদালতে ৷ 14 দিনের পুলিশ হেফাজত হয় তার ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধৃত নূর আমিনের 13 দিনের পুলিশি হেফাজত

বৃহস্পতিবার তাকে ফের আলিপুর আদালতে পেশ করা হলে, তার আইনজীবীর তরফে আদালতে জানানো হয় নূর মানসিক রোগী ৷ তাই তার চিকিৎসার জন্য আদালতের তরফে হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করার অনুমতি দেওয়া হোক ৷ কিন্তু, আদালতে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়, নূর মানসিক রোগী নয়, বরং সে গুপ্তাচারের কাজ করত । ভিখারী সেজে একাধিক জায়গায় ঘুরে বেড়িয়ে বিভিন্ন শিল্পপতিদের কর সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য সে তুলে দিত জিএসটি আধিকারিকদের হাতে । নূরের কাছ থেকে সেই সকল তথ্য পেয়ে অভিযুক্ত শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে হানা দিয়ে মোট 1 কোটি টাকা উদ্ধার করেছিল জিএসটি দফতর । শুধু এই নয় লালবাজারের অভিযোগ, নূরের ভাল কাজ করার প্রতিদান হিসেবে তাকে 18 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.