ETV Bharat / state

Pandey Brothers: পান্ডে ব্রাদার্সের অতিরিক্ত 130 কোটি টাকা লেনদেনের হদিশ পেল লালবাজার

author img

By

Published : Nov 10, 2022, 10:06 AM IST

Pandey Brothers
ETV Bharat

হাওড়ার অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা চক্রে নয়া মোড় ৷ অভিযুক্ত পান্ডে ব্রাদার্সের কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের সন্ধান পেল কলকাতা পুলিশ (Kolkata Police looks into Pandey Brothers online game fraud case) ৷

কলকাতা, 10 নভেম্বর: হাওড়ায় অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে আরও বিপুল অঙ্কের লেনদেনের হদিশ পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । অভিযুক্ত পান্ডে ব্রাদার্সের জালিয়াতিতে আরও 130 কোটি টাকার লেনদেনের একটি প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । এবারে তদন্তে নেমে অতিরিক্ত 20 কোটি টাকা ফ্রিজ করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

লালবাজার সূত্রে খবর, কোটি কোটি টাকা ফ্রিজ করার আগে প্রায় 200 কোটি টাকার প্রতারণার কথা জানতে পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা । একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে সূত্র মারফত খবর পেয়ে জামশেদপুরের একাধিক অফিসে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । সেখানেই যাবতীয় নথিপত্র এবং কাগজ ঘেঁটে গোয়েন্দারা আরও 17টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন । জানা গিয়েছে, এই 17 টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 130 কোটি টাকার লেনদেন হয়েছিল । এই লেনদেন করেছিল পান্ডে ব্রাদার্সরা ৷

আরও পড়ুন: গুজরাত-ওড়িশা থেকে গ্রেফতার পান্ডে ব্রাদার্স-সহ মোট 4

মাসখানেক আগে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত একটি আবাসনের দোতলার ফ্ল্যাটে আচমকা হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দারা । সেখানেই থাকত পান্ডে ভাইয়েরা । অভিযোগ, ফ্ল্যাট বন্ধ থাকায় একজন চাবি তৈরির কারিগরকে নিয়ে এসে ফ্ল্যাটের দরজা খুলে বক্স খাটের ভিতর থেকে ধরে ধরে সাজানো টাকা পাহাড় উদ্ধার করেন তদন্তকারীরা । জানা গিয়েছে, 'lX Global' নামে একটি অ্যাপের মাধ্যমে এই বিশাল অঙ্কের জালিয়াতি ঘটনায় যুক্ত ছিল পান্ডে ব্রাদার্সরা ।

শুধু ভারতে নয়, বিভিন্ন জায়গায় এই অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণা করত পান্ডে ব্রাদার্সরা এবং ভারতে এই অ্যাপের দায়িত্বে ছিলেন পান্ডে ব্রাদার্সের তিন ভাইয়ের মধ্যে এক ভাই শৈলেশ পান্ডে । পরে এই পান্ডে ব্রাদার্সদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয় ৷ শেষে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত তিন ভাই ৷

আরও পড়ুন: পান্ডে ব্রাদার্সের 207 কোটি টাকার লেনদেনের হদিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.