ETV Bharat / state

Pandey Brothers Arrested: গুজরাত-ওড়িশা থেকে গ্রেফতার পান্ডে ব্রাদার্স-সহ মোট 4

author img

By

Published : Oct 21, 2022, 10:01 AM IST

Updated : Oct 21, 2022, 11:30 AM IST

আর্থিক প্রতারণায় নতুন সংযোজন পান্ডে ব্রাদার্স ৷ তাদের বাড়ি, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে ৷ এতদিন বেপাত্তা ছিল পান্ডে ভাইয়েরা (Pandey Brothers Money launderin Case) ৷

Pandey Brothers
ETV Bharat

কলকাতা, 21 অক্টোবর: পুলিশের জালে পান্ডে ব্রাদার্স ৷ হাওড়া শিবপুরের এই ব্যবসায়ী ভাইদের বাড়ি এবং গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি ৷ এরপর বেশ কিছুদিন নিখোঁজ ছিল পান্ডে ব্রাদার্স ৷ তাদের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল ৷ শুক্রবার ভোরে পান্ডে ব্রাদার্সকে গুজরাত এবং ওড়িশা সীমান্ত থেকে গ্রেফতার করল পুলিশ । শৈলেশ, রোহিত এবং অরবিন্দ পান্ডেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশন । ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া চলছে । এই পান্ডে ব্রাদার্সের সঙ্গে গ্রেফতার হয়েছে আরও একজন । এ পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police arrests Pandey brothers) ।

লালবাজার সুত্রের খবর, এই পান্ডে ব্রাদার্সকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবেন গোয়েন্দারা ৷ তারপর চলবে জেরা পর্ব ৷ শিবপুরে পান্ডে ব্রাদার্সের গাড়ি এবং ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় সংখ্যাটা 200 কোটি পার হয়ে গিয়েছে । গোয়েন্দারা এখনও কোটি কোটি টাকার হিসেব পাচ্ছেন না ৷ ফলে এই পান্ডে ব্রাদার্সকে নিজেদের হেফাজতে নিয়ে টাকার হিসেব জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ।

হাওড়া শিবপুরের আবাসনে লুকআউট নোটিশ, পুলিশের জালে শৈলেশ-সহ 4

আরও পড়ুন: পান্ডে ব্রাদার্সের 207 কোটি টাকার লেনদেনের হদিশ

পাশাপাশি পান্ডে ব্রাদার্সের নামে অভিযোগ, তারা চিটফান্ড এবং অনলাইন গেমিং অ্যাপ-সহ একাধিক হাওয়ালা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ৷ সে বিষয়েও তাদের জেরা করা হবে । এছাড়া রাজ্যের কোন কোন জায়গায় এখনও পর্যন্ত টাকা লুকিয়ে রেখেছে তারা, তাও জানার চেষ্টা করা হবে ।

হাওড়ায় শৈলেশের আবাসনে পুলিশ তল্লাশি করতে পারে ৷ এই খবর আগাম পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে ওড়িশা ও গুজরাতে গা-ঢাকা দিয়েছিল তারা, জানিয়েছে পুলিশ । সেখান থেকেই তাদের গ্রেফতার করেন তদন্তকারীরা । চারজনের মধ্যে দু'জনকে গুজরাত ও বাকিদের ওড়িশার রাউরকেল্লা থেকে গ্রেফতার করা হয়েছে । উল্লেখ্য, শৈলেশের হাওড়ার দু'টি আবাসন ও তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় নগদ 9 কোটি টাকা ও গয়না । এছাড়া সম্প্রতি তদন্তকারী আধিকারিকরা প্রায় 207 কোটি টাকার লেনদেনের হদিশ পায়। এই আর্থিক লেনদেনের সঙ্গে অনলাইন গেম প্রতারণা চক্রের পান্ডা আমির খানের সঙ্গেও যোগাযোগ আছে, ধারণা তদন্তকারী অধিকারিকদের ।

Last Updated : Oct 21, 2022, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.