ETV Bharat / state

কোরোনায় প্রথম মৃত্যু কলকাতা পুলিশে

author img

By

Published : Jun 7, 2020, 2:00 PM IST

ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের 160জন কর্মী ৷ অনেকে সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা কম নয় ৷ এরই মধ্যে গতকাল মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কলকাতা, 7 জুন : কোরোনায় মারা গেলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল তাঁর মৃত্যু হয় । তিনি শেক্সপিয়ার সরণি থানায় কর্মরত ছিলেন । তাঁর মৃত্যুতে উদ্বেগে লালবাজারের পুলিশ আধিকারিকরা ।

পুলিশ সূত্রে খবর, 47 বছর বয়সি এই কনস্টেবল DC (দক্ষিণ)-র অফিসেও কাজ করতেন । স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি গত মাসের শেষ দিকে বাড়ি যান । তাঁর বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় । তারপর সেখান থেকে কলকাতা ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন । 1 জুন তাঁকে ভরতি করা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । 3 জুন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ গতকাল তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছ ।

লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ । অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করে প্রয়োজনে গ্রেপ্তার । প্রতিটি গাড়ির পরীক্ষা । এমন কী, প্রকাশ্য রাস্তায় থুতু ফেলছেন যারা তাদের চিহ্নিতকরণ । আবার শহরবাসীকে সব রকমভাবে সাহায্য । নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া । দরিদ্র মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া । কোরোনা নিয়ে মানুষকে সতর্ক করা । কোথাও আবার বাজার পর্যন্ত করে দিচ্ছে পুলিশ । পুলিশের এই সক্রিয়তা প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর । কিন্তু এরই মাঝে কোরোনার থাবা বসেছে কলকাতা পুলিশেও ৷ কলকাতা পুলিশের অন্তত 160জন কর্মী আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও এখন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা অনেক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.