ETV Bharat / state

KMC Green Drive : শহরজুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম

author img

By

Published : Jun 4, 2022, 3:30 PM IST

Kolkata Municipal Corporation News
বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা জুড়ে গাছ লাগানোয় উদ্যোগ পৌরনিগমের

কলকাতার বিভিন্ন এলাকায় গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation Green Drive) ৷

কলকাতা, 4 জুন : আমফনের ধাক্কায় মহানগরে একরাতে ছোট-বড় মিলিয়ে কমপক্ষে 15 হাজার গাছ উপড়ে পড়েছিল । তার পরবর্তী সময়েও বিভিন্ন দুর্যোগ ও ঝড়-জলে উপড়েছে বহু গাছ । কলকাতার এমন বহু রাস্তা রয়েছে, যেখানে গাছ প্রায় নেই বললেই চলে । তেমনই একটি রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউ বা সেন্ট্রাল অ্যাভিনিউ । এক সময় রাস্তার দু'ধারে ছিল সবুজে ঢাকা । এখন রাস্তার দু'পাশে গাছ খুব একটা নেই । এমন বেশকিছু রাস্তা চিহ্নিত করেছে কলকাতা পৌরনিগম । বাতাস দূষণ কমানো, প্রাকৃতিক অক্সিজেনের মাত্রা বৃদ্ধি, বিভিন্ন পাখির বাসা থেকে পথচারীদের ছায়া প্রদান সবটা ভেবেই এবার পথগুলিতে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation Green Drive)। কলকাতা পৌরনিগম সূত্রে খবর, রাস্তার দু'পাশে কোথায় কোথায় গাছ বসানোর মতো জায়গা আছে তা সমীক্ষা করে খোঁজ করছে উদ্যান বিভাগ ।

যেখানে জায়গা ফাঁকা সেখানেই দু'পাশ বরাবর দেবদারু গাছ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । বর্ষাতেই শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি । প্রতিবছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শহর জুড়ে বিভিন্ন রাস্তায় গাছ বসানো হয় । আমফন পরবর্তী সময়ে প্রচুর গাছ নষ্ট হয়েছিল । তারপর 50 হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নিয়েছিল উদ্যান বিভাগ । শহরজুড়ে বসানো হয়েছিল প্রায় 10 হাজার নিমগাছ । এছাড়াও, দেবদারু, মেহগনি, বকুল, অশোক, জারুল, আম, জাম প্রভৃতি গাছ রোপণ করা হয় । কিন্তু শহরের সর্বত্র সমান সংখ্যায় গাছ বসানো সম্ভব হয়নি । উত্তর কলকাতার কয়েকটি উদ্যান বাদ দিলে সেভাবে গাছ রোপণের সুযোগ নেই ।

বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা জুড়ে গাছ লাগানোর উদ্যোগ নিল পৌরনিগম

আরও পড়ুন : শহরের ছোট রাস্তাগুলিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে পুলিশের হাতে 'জাদুকাঠি'

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবার শহরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে সেন্ট্রাল অ্যাভিনিউর মতো বেশ কয়েকটি রাস্তা চিহ্নিত করেছে উদ্যান বিভাগ । ধর্মতলার মোড় থেকে গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে রাজবল্লভপাড়া, শোভাবাজারের, লালমন্দির পর্যন্ত এগিয়ে গেলে তেমন গাছগাছালির দেখা মেলে না বলে উদ্যান বিভাগের উদ্ভিদবিদদের পর্যবেক্ষণ । তাই, প্রাথমিকভাবে স্থির হয়েছে, জায়গা পাওয়া গেলে রাস্তার দু'পাশে 500 দেবদারু গাছ বসানো যেতে পারে । দেবদারু গাছ সোজা লম্বা হয়ে উপরের দিকে ওঠে । গাছের ডালপালাও বিশেষ ছড়িয়ে যায় না । তাই অল্প জায়গা পেলেই এই গাছ বেড়ে উঠতে পারে । কিন্তু এই রাস্তার দু'পাশে কতটা জায়গা মিলবে, তা নিয়ে সন্দেহ রয়েছে ।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিশ্ব পরিবেশ দিবসে আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে এই পদক্ষেপ ৷ নানা কর্মসূচি নেওয়া হয় । সব থেকে বড় চ্যালেঞ্জ হল, বাতাসের গুণমান ঠিক করা ও সবুজায়ন । আমি আসার পরে শহরে বনায়ন বিভাগ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.