ETV Bharat / state

Kolkata Municipal Corporation: পৌরনিগমের ওয়েবসাইটে দেখা যাবে বাড়ির অনুমোদিত নকশা, বেআইনি নির্মাণ রুখতে তৎপর কর্পোরেশন

author img

By

Published : May 27, 2023, 7:25 PM IST

কলকাতায় বেআইনি বাড়ি তৈরির অভিযোগ নতুন নয় ৷ এবার এই বেআইনি নির্মাণ রুখতে নয়া সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 27 মে: আদালতে পড়ে আছে অজস্র মামলা । পাশাপাশি, কলকাতা কর্পোরেশন ও পুলিশের কাছে প্রায়দিনই জমা পড়ে বেআইনি বাড়ি তৈরির বিভিন্ন অভিযোগ । অধিকাংশ সময় এই সমস্ত কর্মকান্ডে মদত থাকার অভিযোগ ওঠে শাসকদল থেকে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় থানার বিরুদ্ধে । অভিযোগকারীকে সুবিচার পেতে এনেক সময় দ্বারস্থ হতে হয় আদালতের ।

এবার সেই বেআইনি নির্মাণ শুরুতেই ঠেকাতে ও হাতেনাতে বেআইনি-আইনি এই জট কাটাতে উদ্যোগী হয়েছে কলকাতা পৌরনিগম ৷ এর জন্য নয়া পরিষেবা শুরু করছে কলকাতা কর্পোরেশন । নতুন বাড়ি তৈরির অনুমতি দেওয়ার সঙ্গেই এবার পৌরনিগমের ওয়েবসাইটে উঠে যাবে সেই বাড়ি বা বহুতলের নকশা-সহ বিস্তারিত তথ্য । বরো চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলরদের কাছে যাবে এসএমএস বার্তা । শহরে বেআইনি ভাবে বাড়ি নির্মাণের অভিযোগ নতুন নয়, অভিযোগের সংখ্যাও কম নয় ৷

তথ্য বলছে, 'টক টু মেয়র' অনুষ্ঠানে প্রতিবারই থাকে বেআইনি বাড়ি সংক্রান্ত নানা অভিযোগ । আধিকারিকদের শো'কজ করার কথা বলে তখন নাগরিক ক্ষোভ কমান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । কিন্তু তাতে সমস্যার প্রকৃত সমাধান হয় না৷ কখনও কাউন্সিলর, কখনও বেআইনি নির্মাণে পরক্ষে পুলিশের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ ওঠে নাগরিকদের তরফে ৷

এবার সেই আইনি-বেআইনি জট সমাধান করার পথে কলকাতা কর্পোরেশন । কোনও প্রোমোটার বহুতলের অনুমতি চাইলে সেই নকশায় অনুমোদন মিললে তার খুঁটিনাটি তথ্য কলকাতা কর্পোরেশন তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে । যে কোনও নাগরিক ওয়ার্ড, রাস্তার নাম দিয়ে নির্দিষ্ট ঠিকানা সার্চ করলেই দেখতে পাবেন সেই বাড়ি বা বহুতলের নকশা থেকে শুরু করে সব তথ্য ।

আরও পড়ুন: বকেয়া সম্পত্তি কর বাবদ একলপ্তে 43 কোটি টাকা আদায় পৌরনিগমের

সম্প্রতি এক বিজেপি কাউন্সিলর পৌরনিগমের মাসিক অধিবেশনে অভিযোগ আনেন যে, কলকাতা কর্পোরেশনকে দান করা জমিও দখল করে নিয়ে ফ্ল্যাটের কাজ হচ্ছে । সেই বিষয়টি নিয়েও এই সিস্টেমে নজর দেওয়া হয়েছে । আশপাশে বা সংশ্লিষ্ট জমির সঙ্গে কোনও দানের জমি আছে কি না, সবটাই উল্লেখ থাকবে পৌরনিগমের ওয়েবসাইটে । ফলে বেআইনি কিছু হলে মুহূর্তে কাউন্সিলর বা নাগরিকরা তা জানতে পারবেন ও অভিযোগ জানাতে পারবেন ৷ এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম । সপ্তাহখানেকের মধ্যেই সেই সিস্টেম তৈরি করেছে কলকাতা কর্পোরেশন । যেকোনও ধরনের বেআইনি নির্মাণ রুখতে নাগরিকদের প্রতি দায়বদ্ধ রয়েছে পৌরনিগম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.