ETV Bharat / state

Mahavir Jayanti 2023: মহাবীর জয়ন্তীতে সরকারি ছুটি, গ্রিন লাইনেও কমছে মেট্রোর সংখ্যা

author img

By

Published : Apr 1, 2023, 1:35 PM IST

Kolkata Metro
কলকাতা মেট্রো

সোমবার মহাবীর জয়ন্তী ৷ এই উৎসবে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে ৷ বন্ধ থাকবে স্কুল-কলেজ, বেশ কিছু সরকারি অফিস ৷ তাই এদিন কলকাতা মেট্রোর গ্রিন লাইনেও কম সংখ্যায় মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ ৷

কলকাতা, 1 এপ্রিল: রামনবমীর পর সোমবার মহাবীর জয়ন্তী ৷ দেশের অন্য জায়গাগুলির মতো এই দিনটি রাজ্যেও সাড়ম্বরে পালিত হয়ে থাকে ৷ এই উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ তাই এদিন স্কুল-কলেজ থেকে শুরু করে বহু সরকারি অফিসে ছুটি ৷ তাই কলকাতা মেট্রোর গ্রিন লাইনে কম সংখ্যক মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এর আগেই ব্লু লাইনে ওই দিন কম সংখ্যক মেট্রো চলার কথা ঘোষণা করা হয়েছিল ।

সোমবার মহাবীর জয়ন্তীতে সারাদিন গ্রিন লাইন অর্থাৎ সল্ট লেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে 90টি মেট্রোরেল ৷ মোট সংখ্যার মধ্যে 45টি আপ ও 45টি ডাউন গাড়ি থাকবে ৷ যদিও সপ্তাহের অন্য দিনগুলিতে এই রুটে 106টি মেট্রোরেল থাকে ৷ ঠিক একইভাবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াতের জন্য 288টি মেট্রোরেলের বদলে 234টি মেট্রোরেল চালানো হবে ৷ 234টি মেট্রোর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন মেট্রো ৷

দিনের প্রথম পরিষেবা

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার সময়ের কোনও বদল হয়নি ৷ অন্য দিনের মতো ওই দিন শিয়ালদা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6.55 মিনিটে ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার সময়সূচির কোনও রদবদল হয়নি ৷ বাকি দিনের মতো এদিনও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী ট্রেন ছাড়বে সকাল 7টার সময় ৷

দিনের শেষ পরিষেবা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার সময়ের কোনও রদবদল হয়নি ৷ অন্য দিনের মতো এদিনও শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী ট্রেন পাওয়া যাবে রাত 9.35 মিনিটে ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার ট্রেনের সময়সূচির কোনও রদবদল হয়নি ৷ ওই দিনও শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ৷

আরও পড়ুন: মহাবীর জয়ন্তীতে কমানো হয়েছে মেট্রোর সংখ্যা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.