ETV Bharat / state

Kolkata Medical College: মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে ইমার্জেন্সিতে অনশনরত পড়ুয়া

author img

By

Published : Dec 12, 2022, 12:44 PM IST

Updated : Dec 12, 2022, 2:08 PM IST

Kolkata Medical College: Student on Hunger Strike hospitalised after falling ill
মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে ইমার্জেন্সিতে ভর্তি হলেন অনশনরত পড়ুয়া

কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) অসুস্থ হয়ে পড়লেন অনশনরত এক পড়ুয়া ৷ তাঁকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় ৷

কলকাতা, 12 ডিসেম্বর: কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) অসুস্থ হয়ে পড়লেন অনশনরত এক পড়ুয়া । তাঁর রক্তে গ্লুুকোজের মাত্রা (সিবিজি) কমে দাঁড়ায় 48-এ । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে । ইতিমধ্যেই তাঁকে গ্লুকোজ দেওয়া হচ্ছে (Student on Hunger Strike hospitalised)।

সোমবার এই ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বৈঠক করেন হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে । এ ছাড়াও বৈঠকে যোগ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ৷

এ দিকে, অনশনকারী অসুস্থ পড়ুয়া রীতমের জন্য প্রিন্সিপাল অফিসের বাইরে পোস্টার হাতে প্রতিবাদ দেখাতে থাকেন বিক্ষোভরত পড়ুয়ারা । চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখে তাঁরা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ৷

জানা গিয়েছে, অসুস্থ পড়ুয়াকে ইমার্জেন্সি থেকে নিয়ে যাওয়া হয় সুপার স্পেশালিটি ব্লকে । সেখানে সিসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে ।

আরও পড়ুন: অধ্যক্ষের সঙ্গে স্বাস্থসচিবের বৈঠকেও মিলল না সুরাহা, নির্বাচনের দাবিতে অনড় মেডিক্যালের পড়ুয়ারা

উল্লেখ্য, চারদিন পেরিয়ে গেলেও মেলেনি সুরাহা । কলকাতা মেডিক্যাল কলেজে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা । রবিবার তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেন নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেন ৷ এ দিকে, রবিবারই আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে যান আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশকিছু পড়ুয়া । নির্বাচনের দাবিতে এই আন্দোলনে পাশে তাঁরাও রয়েছেন বলে জানান ৷ সোমবার একটি চিকিৎসক কনভেনশনের ডাক দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা ৷ পাশাপাশি মঙ্গলবার ছাত্রছাত্রী ও নাগরিকদের নিয়ে মিছিলেরও আয়োজন করেছেন তাঁরা । মঙ্গলবারই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কলেজ কাউন্সিল ও চার পড়ুয়ার বৈঠকেরও কথা রয়েছে । তবে সেই বৈঠকে পড়ুয়ারা যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে ।

Last Updated :Dec 12, 2022, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.