ETV Bharat / state

Kolkata Marathon: নয়া রেকর্ডে কলকাতা ম্যারাথন ফিরল চেনা ছন্দে

author img

By

Published : Dec 18, 2022, 2:26 PM IST

রবিবার অনুষ্ঠিত হল কলকাতা ম্যারাথন 2022 ৷ এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Sports Minister Aroop Biswas), মেয়র পারিষদ দেবাশিস কুমার (Debasish Kumar) এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) ৷

Kolkata Marathon takes place on Sunday
Kolkata Marathon

রবিবার অনুষ্ঠিত হল কলকাতা ম্যারাথন 2022

কলকাতা, 18 ডিসেম্বর: কলকাতা তুমি নতুন জোশে দৌড়ও । তিন বছর পরে নতুন উদ্যমে শুরু হওয়া কলকাতা ম্যারাথনের এটাই নতুন স্লোগান । পৌষ মাসের ঠাণ্ডার প্রথম স্পেল শুরু হয়েছে রবিবার (Kolkata Marathon) । সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে ছিল, যা স্বাভাবিক । হালকা কুয়াশায় ঢাকা নগর কলকাতার রাজপথে হাজার পনেরো মানুষ নামলেন দৌড়ের আনন্দ নিতে । সাত বছর ধরে 25 কিলোমিটার লম্বা কলকাতার পথ এখন ম্যারাথন দৌড়ের নতুন ডেস্টিনেশন । কেনিয়া, উগাণ্ডা ও ইথিওপিয়ার বিখ্যাত ম্যারাথনাররা এখানে আসেন, অংশ নেন এবং নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ।

Kolkata Marathon
কলকাতা তুমি নতুন জোশে দৌড়ও

রবিবাসরীয় সকালে কেনিয়ার লিওনার্দো বার্সটন নতুন কোর্স রেকর্ড করে সোনা জিতলেন । তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা বারো মিনিট উনপঞ্চাশ সেকেণ্ড । দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ইথিওপিয়ার বিরহানু লেগেসে (1 ঘণ্টা 12 মিনিট 54 সেকেণ্ড) ও উগাণ্ডার ভিক্টর কিপলাঙ্গাট (1 ঘণ্টা 12 মিনিট 56 সেকেণ্ড) । মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাহারিনের দেসি জিসা । নতুন কোর্স রেকর্ড করে সোনা জিতলেন তিনি । দেসি জিসা 25 কিলোমিটার দৌড় শেষ করতে সময় নিয়েছেন 1 ঘণ্টা 21 মিনিট 4 সেকেণ্ড । দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ইথিওপিয়ার জেনেইবা ইমের (1 ঘণ্টা 21 মিনিট 18 সেকেণ্ড) ও উগাণ্ডার মার্সেলিন চেলাঙ্গাট (1 ঘণ্টা 21 মিনিট 31 সেকেণ্ড)।

Kolkata Marathon
সাত বছর ধরে 25 কিলোমিটার লম্বা কলকাতার পথ এখন ম্যারাথন দৌড়ের নতুন ডেস্টিনেশন

আরও পড়ুন: ফাইনালে সমর্থন মেসিদেরই, ম্যারাথনের বাণিজ্যিক দূত হিসেবে শহরে এসে জানালেন বিন্দ্রা

রবিবারের সকালে অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের উৎসাহিত এবং ফ্ল্যাগ অফ করতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার অভিনব বিন্দ্রা । ছিলেন প্রাক্তন মহিলা ক্রিকেট তারকা ঝুলন গোস্বামী । রাজ্যপাল বলেন, "এই দৌড় হল যৌবনের উদ্দীপনা । কলকাতা দৌড়চ্ছে । তার সঙ্গে দৌড়চ্ছে পুরো ভারত ।"

আরও পড়ুন: চোখে প্যারিসের স্বপ্ন, কলকাতা ম্যারাথন থেকেই প্রস্তুতিটা সারতে চান শ্রীনু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.