ETV Bharat / state

KMC on covid compensation : সুপ্রিম কোর্টের চাপে করোনার মৃতদের ক্ষতিপূরণের নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন

author img

By

Published : Dec 7, 2021, 11:05 PM IST

KMC on covid compensation
সুপ্রিম কোর্টের চাপে করোনার মৃতদের ক্ষতিপূরণের নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন

সুপ্রিম কোর্টের চাপে করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন । ক্ষতিপূরণ সংক্রান্ত রায়দানের দুমাস কেটে গেলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত থেকে গেছেন অনেকেই ৷ অবশেষে মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেন কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার (kolkata corporation issued a covid compensation notice in pressure of Supreme Court)।

কলকাতা 7 ডিসেম্বর : সুপ্রিম কোর্টের চাপে করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন (kolkata corporation issued a covid compensation notice in pressure of Supreme Court)। মঙ্গলবার এই মর্মে কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার একটি নির্দেশিকা জারি করেন । পাশাপাশি একটি আবেদনপত্রও দেওয়া হয়েছে । করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রের, এই মর্মে কয়েকমাস আগেই একটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । সেই মামলায় শেষমেষ দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, ভারতে করোনায় মৃত প্রতিটি নাগরিকের পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্র সরকারকে । কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের তরফে এই টাকা দেওয়া হবে বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট । এমনকি কেন্দ্র সরকারকে 14 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছিল আদালত ৷

সেই অনুসারেই প্রতিটি রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে সংবাদ মধ্যমে বিজ্ঞাপন দেওয়ার কথা জানানো হয়েছিল । যাতে সকলে এই ক্ষতিপূরণ সম্পর্কে অবগত হন । এমনকি মৃত্যুর শংসাপত্র করোনা উল্লেখ নেই এমন কারও পরিবার বা নিকটজন যদি এই ক্ষতিপূরণ দাবি করেন ও দাবির সপক্ষে নথি জমা করেন তাহলে সেগুলি খতিয়ে দেখে 30 দিনের মধ্যে সেই ক্ষতিপূরণর টাকা দিয়ে দিতে হবে বলেও জানিয়েছিল আদালত । তবে আদালতের সেই রায়দানের পর দুমাস কেটে গেলেও এরাজ্যের সরকার সেই বিষয়ে কোনও সক্রিয়তা দেখায়নি । সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামাতেই তা স্পষ্ট হয়ে গিয়েছে । হলফনামায় রাজ্য জানিয়েছে ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে মাত্র 467 জন , যার মধ্যে 110 জন এই ক্ষতিপূরণ পেয়েছে ।

আরও পড়ুন : দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট, রায়গঞ্জে বার্তা মমতার

এর পরেই এদিন কলকাতা কর্পোরেশন এই নির্দেশিকা জারি করে । ফলে সুপ্রিম কোর্টের রায়দানের দুমাস কেটে গেলেও কলকাতায় করোনায় মৃত বহু পরিবারই এতদিন বঞ্চিত থেকেছে এই আর্থিক সাহায্য থেকে৷ অনেকের মতে কেন্দ্রের টাকা বলেই রাজ্য প্রশাসনের এতখানি অনীহা । বিশেষত পৌরভোটের মুখে এই ঘটনা সামনে আসতে বিরোধীরাও সুর চরিয়েছে । কলকাতা কর্পোরেশনের সিপিএম কাউন্সিলরদের প্রাক্তন দলনেত্রী রত্না রায়মজুমদার জানান, "রাজ্যের শাসক করোনা আক্রান্ত ও মৃত্যুর তথ্য চাপা দিয়েছে। এর পর ক্ষতিপূরণ থেকেও প্রাপকদের বঞ্চিত করেছে । আদালতের নির্দেশ দুমাস আগেই ছিল তখন দেয়নি । ভোটের মুখে সেই আদালতের নির্দেশকে হাতিয়ার করে ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশিকা তা রাজনৈতিক স্বার্থে ব্যাবহার করতে চাইছে শাসক দল । ভোটের মুখে এই আবেদন পত্রকে ভোট পাওয়ার টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে তারা । ভোট মিটল এই ক্ষতিপূরণ ফের ঠান্ডা ঘরে ঢুকে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.