ETV Bharat / state

East west Metro Project: বউবাজারে বিপর্যয়ের জেরে বেড়েছে আরও খরচ, মেট্রোর কাজ শেষ করতে বাড়তি অর্থ চায় কেএমআরসিএল

author img

By

Published : Oct 29, 2022, 10:59 PM IST

বেড়েছে প্রকল্পের সময়সীমা ৷ রয়েছে বউবাজার বিপর্যয়ের ধাক্কা ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করতে বাড়তি অর্থ চায় কেএমআরসিএল (KMRCL demands more funds for east west metro) ৷

ETV Bharat
east west metro

কলকাতা, 29 অক্টোবর: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (East west Metro Project) কাজের সময়সীমা একদিকে যেমন বেড়ছে, তেমনই অন্যদিকে খরচ বেড়েছে প্রকল্পের । তাই কাজ চালিয়ে যেতে এবার 2 হাজার কোটি টাকা চেয়ে রেল বোর্ডকে চিঠি দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শহরের অন্যান্য অংশে নির্বিঘ্নে হলেও বউবাজারের গেরো যেন খুলতেই চাইছে না । প্রথমে 2019 সালে সুড়ঙ্গ খননের কাজের সময় মাটির উপরে ধূলিসাৎ হয়ে যায় একের পর এক বাড়ি । শুধু তাই নয়, মেট্রোর এই কাজের জন্য তিন বছরে তিন বার বিপর্যয় ঘটেছে বউবাজার অঞ্চলেই । অন্যদিকে, প্রকল্প শেষ হতে দেরি হওয়ায় বেড়েছে খরচও ৷

আরও পড়ুন: থানা ঘেরাও অভিযানে পুলিশ-বাম ছাত্র সংগঠনের খণ্ডযুদ্ধ

প্রথমে যে কাজ পাঁচ হাজার কোটি টাকায় সম্পূর্ণ হওয়ার কথা ছিল খরচ বাড়তে বাড়তে এখন তা দাঁড়িয়েছে প্রায় 9 হাজার কোটি টাকায় ৷ প্রকল্প রুটের মূল নকশার পরিবর্তন হওয়ায় আগেই খরচ বেড়েছিল এক ধাক্কায় অনেকটা । তারপর তিনবারের বিপর্যয় খরচের বহর আরও বাড়িয়ে দিয়েছে । বিপর্যয়ের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন থেকে শুরু করে বিপর্যয় পরবর্তী সংস্কারের যাবতীয় খরচের দায় বরতেছে নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল এর উপর (KMRCL demands more funds for east west metro) ।

তাই এবার 2 হাজার কোটি টাকা চেয়ে কেএমআরসিএল চিঠি দিয়েছে রেল বোর্ডকে । কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছে, আবার পুরোদমে কাজ চালু হলে বোঝা যাবে যে ওই টাকাতেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে নাকি আরও টাকার প্রয়োজন হবে । অর্থাৎ এই টাকা পেলে সেটাই যে চূড়ান্ত এমনটা নয় । বাড়তেও পারে খরচের অঙ্ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.