ETV Bharat / state

KMC Dengue Awareness: ভ্রাম্যমান গাড়ির এলইডি স্ক্রিনে ফুটিয়ে তোলা হবে ডেঙ্গি সচেতনতা কর্মসূচি

author img

By

Published : Apr 21, 2023, 11:04 PM IST

Updated : Apr 22, 2023, 8:47 AM IST

ডেঙ্গি প্রতিরোধে নয়া উদ্যোগ কলকাতা পৌরনিগমের ৷ ভ্রাম্যমান গাড়িতে এলইডি স্ক্রিন লাগিয়ে হবে প্রচার ৷ নাগরিকদের সচেতন করতে 28 এপ্রিল বর্ণাঢ্য পদযাত্রার আয়োজনও করা হয়েছে ৷

Etv Bharat
প্রতীকী

কলকাতা, 21 এপ্রিল: বর্ষা এলেই কলকাতা পৌরনিগমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ । কলকাতা পৌরনিগমের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করার পরও শেষ কয়েকটা বছর ডেঙ্গি-ম্যালেরিয়া মৃত্যু শূন্য হয়নি । এই অবস্থায় এবছর বর্ষা শুরুর আগেই মশাবাহিত রোগের প্রচার শুরু করছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ । আগামী 28 এপ্রিল হবে বর্ণাঢ্য পদযাত্রা। সঙ্গেই কর্পোরেশনের তরফ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই কর্মকাণ্ডের নমুনাও নাগরিকদের সামনে তুলে ধরা হবে । ভ্রাম্যমান গাড়িতে এলইডি স্ক্রিন লাগিয়ে সচেতনার প্রচার চলবে ৷

মশাবাহিত এই রোগের বাড়বাড়ন্তের কারণ হিসাবে নাগরিকদের উদাসীনতাকেই দায়ী করে আসছে পৌর কর্তৃপক্ষ । তবে মশাবাহিত রোগের পরিস্থিতির অবনতি হলে পৌরকর্তাদের বিরুদ্ধে সুর ছড়ায় বিরোধীরা । কলকাতা পৌরনিগমের এই কর্মকাণ্ড ও মশাবাহিত রোগের প্রচার কীভাবে হবে সেই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, এক-এক দিন একটি করে ওয়ার্ড ঘুরবে এই গাড়ি । কীভাবে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, মশারি ব্যবহারের গুরুত্ব বোঝানো-সহ সচেতনতামূলক প্রচার চালানো হবে । এরসঙ্গেই কিভাবে পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা, আধিকারিকেরা ডেঙ্গি নিধনে কাজ করছে তা তুলে ধরা হবে স্ক্রিনে ।

গত বছর গোটা শহর জুড়ে ড্রোন চালিয়ে একাধিক ছবি সংগ্রহ করে কলকাতা পৌরসভার ভেক্টর কন্ট্রোল কর্মীরা । তাতে দেখা গিয়েছে একাধিক জায়গায় বাড়ির ছাদে ট্যাঙ্কের মুখ খোলা, যেখানে থেকে মশা জন্মাচ্ছে । অন্যদিকে, শহরের একাধিক খালি জমিও রীতিমত ভ্যাটে পরিণত করা হয়েছে । শহরের ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে ৷ বিশেষত পরিত্যক্ত জমি ৷ এই পরিত্যক্ত জমি নিয়েই কড়া আইন চাইছে পৌরনিগমের স্বাস্থ্য কর্তারা ৷ সেবিষয়ে খুব শিগ্রই রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ।

আরও পড়ুন: নাইট পার্কিংয়ের অনুমতি না-থাকলে, রাস্তা থেকে গাড়ি তুলে নিয়ে যাবে কর্পোরেশন

রাস্তায় তথা বাড়ির আশেপাশে জঞ্জাল ফেলার অপরাধে শেষ ডিসেম্বরে 4 হাজার 454টি নোটিশ ধরিয়েছে কলকাতা পৌরনিগম । 21টি মামলা দায়ের করা হয়েছে । এইবছর মামলার সংখ্যা আরও বাড়ানো হবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ । নোটিশ করার পরেও হুঁশ না ফিরলে, নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে মামলা রুজু করবে কলকাতা কর্পোরেশন । অভিযুক্ত ব্যক্তিকে মিউনিসিপ্যাল আদালতে ডাকা হবে বলে জানা গিয়েছে কর্পোরেশন সূত্রে ৷

Last Updated :Apr 22, 2023, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.