ETV Bharat / state

KMC Election 2021 : কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি সুজনের

author img

By

Published : Dec 8, 2021, 7:55 AM IST

কলকাতা পৌরভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty on KMC Election 2021) ৷ পাশাপাশি ভিভি প্যাটের দাবিও করেন তিনি ৷

Sujan Chakraborty on KMC Election 2021
বামনেতা সুজন চক্রবর্তী

কলকাতা, 8 ডিসেম্বর : আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) ইভিএম এবং ভিপি প্যাটের দাবিতে সরব বামফ্রন্ট নেতৃত্ব । মঙ্গলবার ফ্রন্টের বড় শরিক সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "শাসকদল ব্যালট পেপারে ভোট করার দাবি তুলেছিল । কারণ, তারা কার্যত ভোট লুটের ব্যবস্থা করতে চায়। মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন ব্যালট পেপারে ভোট। আমরা বলেছিলাম ইভিএমে ভোট। এখন শাসকদল বলছে ইভিএম হলেও ভিপি প্যাট নয়। তাহলে নির্বাচন কমিশন নির্দিষ্ট করে দিক তারা রাজ্য সরকারের হাতে তামাক খাবে কি না। ফাজলামি হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছেলেখেলা হচ্ছে।"

কলকাতা পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হবে তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। রাজ্য সরকার রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষে। বিজেপি বিরোধিতা করেছে। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে বামফ্রন্ট নেতৃত্ব।

আরও পড়ুন: Mamata Banerjee on Municipal Election : দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট, রায়গঞ্জে বার্তা মমতার

সুজন চক্রবর্তী আরও বলেন," তৃণমূল তো ত্রিপুরায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার কথা বলছে। এখানে পিছোচ্ছে কেন। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবে, ভিপি প্যাট ছাড়া ইভিএম আসলে ছলে বলে কৌশলে ভোট লুটের কৌশল। যা মেনে নেওয়া যায় না।"

কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি সুজনের

বকেয়া পৌর নির্বাচন ক‍রার দিনক্ষণ নিয়ে চাপান উতোর চলছে। কমিশনের আইনজীবী মে মাসের মধ্যে বকেয়া ভোট শেষ ক‍রার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দু'মাসের মধ্যে বকেয়া নির্বাচন করার কথা বলছেন। এই বিষয়ে সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রীর কথার কোনও ঠিক নেই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.