ETV Bharat / state

Kalighat Skywalk: নতুন বছরেই শহরবাসী পাবে কালীঘাট স্কাইওয়াক

author img

By

Published : Jun 1, 2023, 10:19 PM IST

নতুন বছরেই কলকাতাবাসী পেতে চলেছে কালীঘাট স্কাইওয়াক ৷ দক্ষিণেশ্বরও সেজে উঠবে পুজোর আগেই ৷

Kalighat Skywalk
কালীঘাট স্কাইওয়াক

নতুন বছরেই শহরবাসী পাবে কালীঘাট স্কাইওয়াক

কলকাতা, 1 জুন: ডিসেম্বরের মধ্যে শেষ হতে চলেছে কালীঘাট স্কাইওয়াকের কাজ ৷ পরের বছরের শুরুতেই কলকাতাবাসী পেতে চলেছে শহরের এই নতুন স্কাইওয়াক ৷ কালীঘাট স্কাইওয়াকের কাজের সময় সীমা সম্প্রতি বেধে দিয়েছে রাজ্য সরকার । তবে রাজ্যবাসী এর আগেও স্কাইওয়াক পেয়েছে ৷ দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কাজ কয়েক বছর হল সম্পন্ন হয়েছে । তা ইতিমধ্যে খুলে গিয়েছে জনসাধারণের জন্য ৷

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব কালীঘাট মন্দিরের সামনে সেই স্কাইওয়াকের কাজ ধীর গতিতে চলছিল । পাশাপাশি কাজ বন্ধও ছিল বেশ কিছুদিন । এবার রাজ্য সরকার আর সেই কাজ ফেলে রাখতে চায় না । চলতি বছরে ডিসেম্বর মাসেই শেষ করতে হবে সমস্ত কাজ । এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ যাতে নতুন বছরের শুরুতেই পুণ্যার্থীরা কালীঘাট স্কাইওয়াক ব্যবহার করতে পারেন । স্কাইওয়াক চালু হলে তা দিয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে কালীঘাটের মন্দিরে ৷

আরও পড়ুন: স্কাইওয়াকের কাজে ক্ষতিগ্রস্ত কালীঘাটের নিকাশি নালা, বর্ষায় ভোগান্তির আশঙ্কা

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বৈঠকে হয় এই স্কাইওয়াকের কাজ নিয়ে । তারপরেই নির্মাণকারী সংস্থাকে ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে । বৈঠকের পর কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন । সংকীর্ণ জায়গায় কালীঘাট টেম্পল রোডে স্কাইওয়াক নির্মাণ নিয়ে শুরু থেকেই নানান সমস্যা ছিল । হকারদের সরানো নিয়ে বড় সমস্যা দেখা দিয়েছিল ৷ তবে সেটা আলোচনার মাধ্যমে মিটেছে । পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাদের ।

তবে কাজ করতে গিয়ে পানীয় জল, নাকাশি নালার পাইপ লাইন নিয়ে সমস্যার মুখে পড়তে হয় নির্মাণকারী সংস্থাকে । প্রথমে ধরা হয়েছিল দেড় বছরের মধ্যে কাজ শেষ হবে ৷ কিন্তু দু'বছর কেটে গেলেও সেই কাজ সিংহভাগই হয়নি । এলাকায় ছোট দোকানদার থেকে বাসিন্দা দুর্ভোগের মুখে পড়ছেন রোজ । সম্প্রতি কালীঘাটে পুজো দিতে গিয়ে বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রীর । তারপরে তিনি নির্দেশ দেন কাজ দ্রুত সম্পন্ন করার ।

আরও পড়ুন: হকার সমস্যায় বারবার বাধা পড়ছে কালীঘাট স্কাইওয়াকের কাজে

কলকাতা পৌরনিগম, পিডব্লিউডি ও পুলিশকে নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব । তাতে সিদ্ধান্ত হয়েছে, মাস দু'য়ের মধ্যে পিলার ও লোহার কাঠামো তৈরির কাজ শেষ করা হবে । এরপর বাকি কাজ ধাপে ধাপে শেষ হবে ডিসেম্বর মাসের মধ্যে । কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান, নির্মাণকারী সংস্থাকে দ্রুত কাজ করতে হবে । নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ৷ তার মধ্যেই কাজ শেষ করতে হবে । স্থানীয় পৌর প্রতিনিধি প্রবীর মুখোপাধ্যায়ের কথায়, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটি । একটু কাজ ঢিমে চলছিল । তবে এখন দিনরাত এক করে কাজ করা হচ্ছে । চলতি বছরের শেষে আশা করছি কাজ শেষ হয়ে যাবে । এ দিকে দক্ষিণেশ্বর স্কাইওয়াক সংস্কারের কাজে হাত দিয়েছে কেএমডিএ । চলছে সেই সংস্কারের কাজ । পুজোর মুখেই নতুনভাবে সেজে উঠবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ।

কালীঘাট স্কাইওয়াকের বিস্তারিত তথ্য

  • 2021 সালে কাজ শুরু হয় কালীঘাট স্কাইওয়াকের
  • এবার মূল কাঠামোর কাজ চলতি বছরের অগস্টের মধ্যে শেষ হবে
  • সৌন্দর্যায়ন কাজ শেষ হবে ডিসেম্বরের শেষে
  • প্রকল্পের আনুমানিক খরচ 300 কোটি টাকা
  • স্কাইওয়াকে থাকবে বৈদ্যুতিন সিড়ি
  • থাকছে ডালা অর্কিড
  • স্কাইওয়াকে পাশেই হকারদের পুনর্বাসন দেওয়া হচ্ছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.