ETV Bharat / state

Kalighat Skywalk Work: স্কাইওয়াকের কাজে ক্ষতিগ্রস্ত কালীঘাটের নিকাশি নালা, বর্ষায় ভোগান্তির আশঙ্কা

author img

By

Published : Feb 11, 2023, 7:58 PM IST

ধীর গতিতে চলছে কালীঘাট স্কাইওয়াকের কাজ ৷ এই কাজ চলাকালীন ক্ষতিগ্রস্থ হয়েছে কালী টেম্পল রোডের ভূগর্ভস্থ একটি নিকাশি নালা (drainage line damage in Kalighat) ৷

ETV Bharat
কালীঘাট স্কাইওয়াকের কাজ

কলকাতা, 11 ফেব্রুয়ারি: তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কালীঘাট স্কাইওয়াক প্রকল্প । তবে ঢিমেতালে চলছে সেই কাজ । স্কাইওয়াকের পিলার বসানোর আগে এখন চলছে পাইলিংয়ের কাজ। আর সেই কাজের জেরেই ক্ষতিগ্রস্থ হয়েছে মন্দির সংলগ্ন কালী টেম্পল রোডের ভূগর্ভস্থ নিকাশি নালা ৷ যা ব্রিটিশ আমলে ইটের তৈরি (Kalighat old drainage line) ।

আশঙ্কা করা হচ্ছে, কয়েকমাসের মধ্যে এই নিকাশি নালা স্বাভাবিক না করা গেলে বর্ষায় ভোগান্তির মুখে পড়তে হতে পরে কালীঘাট মন্দির সংলগ্ন আশপাশের এলাকার বাসিন্দাদের । জানা গিয়েছে, পাইলিং করার জন্যই মাটির নিচে শতবর্ষ প্রাচীন এই নিকাশি নালার একাংশ ভেঙে গিয়েছে ৷ ফলে নিকাশির জল ঠিক করে যাচ্ছে না । কয়েক মাসের পরেই আসবে বর্ষা । ফলে বৃষ্টি হলে জলে ভাসতে পারে এলাকা ।

পরিস্থিতি মোকাবিলায় অবশ্য মাঠে নামছে কলকাতা পৌরনিগম । তবে স্কাইওয়াকের কাজ চলায় ওই নিকাশি নালায় পুরোমাত্রায় কাজ করা সম্ভব নয় । তাই প্রাথমিকভাবে, কালী টেম্পল রোডের উত্তর ও দক্ষিণ দিকের 150 মিটার মতো অংশে নিকাশি নালার অভিমুখ বদল করার সিদ্ধান্ত নিয়েছে নিকাশি বিভাগ ।

আরও পড়ুন: বেআইনি নির্মাণের অভিযোগে কড়া ফিরহাদ, বরো একজিকিউটিভকে শোকজের নির্দেশ

উল্লেখ্য, স্কাই ওয়াকের কাজ ধীর গতিতে চলায় উপরমহল থেকে ধমক এসেছিল বেশ কিছুদিন আগেই । একদিকে রাস্তাঘাট খুঁড়ে রাখা হয়েছে । অন্যদিকে রাস্তা বন্ধ । স্থানীয় মার্কেটটি অন্যত্র সরানো হয়েছে । সম্প্রতি এই স্কাইওয়াকের কাজের অগ্রগতির বিষয়টি দেখতে গিয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের চোখে পড়ে নিকাশি নালার সমস্যাটি । রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং-সহ বিভাগীয় আধিকারিকরা নির্মাণস্থল পরিদর্শন করেছেন। ঠিক হয়েছে কাজটা করতে 2 কোটি টাকা খরচ হতে পারে । এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, 21 এ কালী টেম্পল রোড থেকে 39 সি কালী টেম্পল রোডের মধ্যে বিপত্তি ঘটেছে নিকাশি নালায় । স্কাইওয়াকের পাইলিংয়ের জেরে ওই নিকাশি নালার বেশকিছু অংশ ভেঙে গিয়েছে । ক্ষতিগ্রস্থ অংশে নিকাশি নালার অভিমুখ বদল করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.