ETV Bharat / state

Primary Recruitment Scam:'মানিকের জুতোয় পা গলাবেন না', নতুন পর্ষদ সভাপতিকে সতর্কবার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

author img

By

Published : Mar 31, 2023, 6:31 PM IST

ETV Bharat
ফাইল ছবি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার হাইকোর্টে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ৷ তাঁকে সতর্ক করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 31 মার্চ: "প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জুতোয় পা গলাবেন না ৷" এই ভাষাতেই বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পালকে বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার পর্ষদ সভাপতির হাজিরা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। টেট সার্টিফিকেট দিতে দেরি হচ্ছে কেন? এই প্রশ্ন তুলে এদিন বর্তমান পর্ষদ সভাপতিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

এদিন পর্ষদ সভাপতি আদালতে জানান, 2014-এর টেট সার্টিফিকেট দিতে প্রচুর অর্থ খরচ হতে পারে । সেই জন্য তা দিতে অসুবিধা হচ্ছে । 30 এপ্রিলের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে । উত্তরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য,"30 লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রাখতে পারছেন । রাতারাতি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারছেন আর্ এইটুকু টাকা খরচ করতে সমস্যা ? যত তাড়াতাড়ি সম্ভব টেট সার্টিফিকেট দিয়ে দিন ।" এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, "মানিক ভট্টাচার্যের জুতোয় পা গলাবেন না ।"

উল্লেখ্য, 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে প্রায় 43 হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে 2016 সালে । সেই নিয়োগেও বড়সড় অনিয়ম ধরা পড়েছে । অতিরিক্ত 5 শতাংশ টেট উত্তীর্ণের প্যানেল তৈরি না করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে অভিযোগ ৷ এর পাশাপাশি আরও অভিযোগ, এই নিয়োগের ওএমআর শিট তৈরির বরাত দেওয়া হয়েছিল এসবসু রায় ও কোম্পানিকে । এর জন্য কোনও টেন্ডার না ডেকেই তাদেরকে 10 লক্ষ টাকা অগ্রিম দিয়েও দেওয়া হয় ।

এদিন বিচারপতি ইঙ্গিত দিয়েছেন চাকরি যেতে পারে 2016 সালে নিয়োগ হওয়া সব প্রাথমিক শিক্ষকেরই । কিন্তু যদি দেখা যায় কিছু ছেলেমেয়ে সততার সঙ্গে চাকরিতে নিযুক্ত হয়েছেন, তাঁরা যাতে ক্ষতিগ্রস্ত না-হয় সেটা দেখাও আদালতের দায়িত্ব বলে এদিন মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । এই পুরো বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চেয়েছেন তিনি । আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি ৷

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে স্বেচ্ছায় অবসর চেয়ে আদালতে আর্জি সিবিআইয়ের ধর্মবীর সিংয়ের

উল্লেখ্য, এই মামলাতেই চলতি সপ্তাহে সিবিআই'য়ের আইনজীবীকে মৃদু ভর্ৎসনাও করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কারণ, সিবিআই মানিক ভট্রাচার্যকে জিজ্ঞাসাবাদ করে যে রিপোর্ট পেশ করেছে তাতে সন্তুষ্ট নয় হাইকোর্ট ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই'কে কটাক্ষ করে এও বলেন,"হাইকোর্টের কোনও আইনজীবীকে দায়িত্ব দিলেও এর থেকে ভালো রিপোর্ট বানিয়ে দিতে পারতেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.