ETV Bharat / state

Calcutta High Court: ফের প্রাথমিক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 1:52 PM IST

Updated : Sep 8, 2023, 2:59 PM IST

Justice Abhijit Gangopadhyay
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Gangopadhyay seeks report: ফের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ এ বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: প্রাথমিক নিয়োগে ফের স্বজনপোষণের অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে । ডিপিএসসির চ্যেয়ারম্যান (উত্তর) নিজের ভাইকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করে বলেছেন, "পরীক্ষার্থীর নাম এক হতে পারে । কিন্তু বাবার নামও এক হবে এটা হতে পারে না ৷" এ বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে ডিপিএসসির চেয়ারম্যানকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

প্রাথমিক শিক্ষক নিয়োগে 2009 সালে বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ । দুর্নীতির অভিযোগ ওঠায় 2011 সালে পরীক্ষা বাতিল করে দেওয়া হয় । 2021 সালে নতুন করে পরীক্ষা নিয়ে প্যানেল প্রকাশিত হয় । দেখা যায়, প্যানেলে নাম নেই তাও চাকরি করছেন অনেকে । অভিযোগ ওঠে, ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকারের ভাই চাকরি পেয়েছেন । অথচ তাঁর নামও নেই প্যানেলে ।

পর্ষদ জানায়, অভিযোগ ওঠার পর 31 জনকে বরখাস্ত করা হয়েছে । এর মধ্যে দেবব্রত সরকারের ভাইকেও বরখাস্ত করা হয়েছে । চেয়ারম্যান ডিপিএসসিকে রিপোর্ট দিতে বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে । দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । 22 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রসঙ্গ টানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগে বিপুল দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই তদন্ত চলছে । ইতিমধ্যে শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য-সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন । পাশাপাশি এই ধরনের বেআইনি নিয়োগ ধরা পড়ে মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের এক শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে । তাঁর বাবা প্রধান শিক্ষক হওয়ার জন্য তাঁকে নিয়োগ করেছেন । সেই ঘটনায় সিআইডি তদন্ত চলছে । ইতিমধ্যে রাজ্য সরকার প্রায় 11 জন ব্যক্তিকে খুঁজে বের করেছে, যাঁদের এইভাবে নিয়োগ করা হয়েছে । এ বার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডিপিএসসির চেয়ারম্যানের নিজের ভাইকে নিয়োগের অভিযোগে রিপোর্ট দিতে নির্দেশ দিলেন ।

Last Updated :Sep 8, 2023, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.