ETV Bharat / state

Calcutta HC: যোগেশচন্দ্র কলেজের দুর্নীতিতে সিআইডি তদন্তের নির্দেশ, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ অধ্যক্ষাকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 3:36 PM IST

Justice Abhijit Gangopadhyay on Jogesh Chandra Law college: যোগেশচন্দ্র ল কলেজের আর্থিক দুর্নীতিতে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা যাবে সুনন্দা গোয়াঙ্কাকে ৷

Calcutta HC
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 12 অক্টোবর: যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের আর্থিক ও নিয়োগ দুর্নীতি নিয়ে পাঁচ বছর আগে দায়ের হওয়া মামলার সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কলকাতা পুলিশ এই তদন্তে ব্যর্থ হওয়ায় সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হল বলে জানান তিনি । ছাত্র সংগঠনের প্রাক্তন সম্পাদক আর্থিক দুর্নীতি, জালিয়াতি-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছিলেন ।

চারু মার্কেট থানায় 2018 সালে তিনি যান অভিযোগ জানাতে । কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ এরপর আদালতের মাধ্যমে এফআইআর দায়ের করেন তিনি । কিন্তু মিসটেক অফ ফ্যাক্ট বলে তদন্ত বন্ধ করে দেওয়া হয় । যদিও তদন্তে পুলিশ জানায়, সুনন্দা গোয়েঙ্কাকে কলেজ সার্ভিস কমিশন সুপারিশ করেছে । পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় । কিন্তু ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যাপারে অভিযোগকারীকে পুলিশ কিছু জানায়নি বলে অভিযোগ ।

আদালতের মতে, এ ক্ষেত্রে সরকারি নিয়মবিধির ধার ধারেনি পুলিশ ৷ বিচারপতি বলেন, কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন তদন্তে ব্যর্থ হয়েছে । তাই সিআইডি-কে এই মামলার তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে । যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজ নিয়ে তদন্ত করবে সিআইডি । প্রয়োজনে সুনন্দা গোয়াঙ্কাকেও জেরা করা যাবে । তাঁকে হেফাজতে নেওয়া দরকার কি না, সিআইডি সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আদালত ।

আরও পড়ুন: মিথিলেশকুমার মিশ্রকে রাজ্যের অন্যান্য মামলা থেকে সরানোর নির্দেশ পুনর্বিবেচনার আবেদন ইডির

2018 সালের 15 নভেম্বর চারু মার্কেট থানায় দায়ের করা অভিযোগের তদন্ত করবে সিআইডি । এর আগে 2019 সালে সুনন্দাকে দেওয়া হাইকোর্টের রক্ষাকবচ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ দিন জানান, সুনন্দার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না - এই নির্দেশের মেয়াদ তিন বছর পেরিয়ে গিয়েছে । তাই এখন আর কোনও রক্ষাকবচ নেই । আগামী 17 অক্টোবর তদন্তের অগ্রগতি জানিয়ে সিআইডিকে রিপোর্ট দিতে হবে আদালতে । সিআইডি আধিকারিক এসএস অনীশ সরকারের নজরদারিতে তদন্তকারী অফিসার অতীশ চট্টোপাধ্যায় পাঁচ বছর আগের এই অভিযোগের তদন্ত শুরু করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.