ETV Bharat / state

Calcutta High Court: মিথিলেশকুমার মিশ্রকে রাজ্যের অন্যান্য মামলা থেকে সরানোর নির্দেশ পুনর্বিবেচনার আবেদন ইডির

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 2:25 PM IST

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

ED Appeals to Calcutta High Court: তদন্তকারী আধিকারিক মিথিলেশকুমার মিশ্রকে রাজ্যের অন্যান্য মামলাগুলি থেকে সরানোর নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি ৷

কলকাতা, 12 অক্টোবর: ইডি-র তদন্তকারী আধিকারিক মিথিলেশকুমার মিশ্রকে দুর্নীতি সংক্রান্ত মামলা ছাড়াও রাজ্যের অন্যান্য মামলা থেকে অপসারিত করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ তাঁর সেই নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ইডি-র আধিকারিক মিথিলেশকুমার মিশ্রের তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ তিনি ওই তদন্তকারী আধিকারিককে তদন্ত থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন । আদালতের পর্যবেক্ষণ ছিল, সংশ্লিষ্ট আধিকারিক তদন্ত করতে সক্ষম নন । আত্মবিশ্বাসের অভাব রয়েছে তাঁর । এর পরেই তিনি ইডিকে নির্দেশ দেন যে, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় এই তদন্তকারী আধিকারিককে ৷

সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিথিলেশকুমার মিশ্র । তাঁর আবেদন, নিয়োগ মামলার তদন্ত থেকে সরানো হলেও তাঁকে যেন রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে সরানো না-হয় । আগামিকাল তাঁর আবেদনের মামলার শুনানি হতে পারে ।

আরও পড়ুন: 'আত্মবিশ্বাসের অভাব', সিবিআই আধিকারিককে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সব মামলা থেকে সরাল হাইকোর্ট

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন কুন্তল ঘোষের চিঠি সামনে আসে । তার সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় হাইকোর্ট । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের বিষয়ে বিস্তারিত জানতে চায় আদালত । পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সম্পত্তির খতিয়ান চান বিচারপতি অমৃতা সিনহা ।

কিন্তু গত সপ্তাহে মামলার শুনানির সময় এই সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক মিথিলেশকুমার মিশ্র আদালতে এসে যখন বিচারপতির প্রশ্নের জবাবদিহি করছিলেন, তখন তাঁর আত্মবিশ্বাসে খামতি চোখে পড়ে বিচারপতি সিনহার । তারপরই বিচারপতি তাঁকে সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন । একইসঙ্গে রাজ্যের অন্য কোনও মামলায় যাতে তাঁকে তদন্তের দায়িত্ব না-দেওয়া হয়, সেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.